সঠিক প্রশ্নোত্তর অংশ-১৭
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-২
৮৯. ইসলামের অন্যতম মূলনীতি কী?
ক. ধর্মে জবরদস্তি নেই
খ. মানুষ ছিল একই উম্মতের অন্তর্ভুক্ত
গ. রাসূলকে গোটা মানবজাতির কাছেই পাঠিয়েছি
ঘ. রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না
উত্তর: ঘ. রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না।
৯০. তুমি পড়া শুরুর সময় বিসমিল্লাহ বলে শুরু করলে, একটানা তিন ঘণ্টা পড়াশোনা করলে তোমার এই তিন ঘণ্টা সময় কী হিসেবে গণ্য হবে?
ক. জ্ঞান অর্জন খ. পড়াশোনা গ. এবাদত ঘ. অর্জন
উত্তর: গ. এবাদত
৯১. পবিত্র কাবা শরীফ কোথায় অবস্থিত?
ক. মক্কায় খ. মদীনায় গ. তাবুকে ঘ. জেরুজালেমে
উত্তর: ক. মক্কায়।
অধ্যায়-৩
১। ‘আখলাক’ শব্দের অর্থ কী?
ক. শান্তি খ. ঐক্য গ. শিক্ষা ঘ. সদাচার
উত্তর: ঘ. সদাচার
২। সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে কী বলে?
ক. আখলাক খ. সত্যবাদী গ. মুমিন ঘ. কাফেলা
উত্তর: ক. আখলাক।
৩। কোনটি আল্লাহ তাআলার সবচেয়ে মূল্যবান দান?
ক. ধনসম্পত্তি খ. সুন্দর চরিত্র
গ. গাছপালা ঘ. সুন্দর মুখের হাসি
উত্তর: খ. সুন্দর চরিত্র।
৪। নিচের কোন কাজ উত্তম আখলাক—
ক. মানুষের সঙ্গে না মেশা খ. দেশ বিদেশ বেড়ানো
গ. সত্য কথা বলা ঘ. কথা ঠিক না রাখা
উত্তর: গ. সত্য কথা বলা
৫। হজরত আব্দুল কাদির জিলানি (রহ.) উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন?
ক. মক্কা খ. মদিনা গ. বাগদাদ ঘ. আবুধাবি
উত্তর: গ. বাগদাদ।
৬। হজরত আব্দুল কাদির জিলানি (রহ.)-কে তাঁর মা জামার আস্তিনে কয়টি সোনার মুদ্রা দেন?
ক. পঞ্চাশটি খ. চল্লিশটি গ. ত্রিশটি ঘ. বিশটি
উত্তর: খ. চল্লিশটি।
৭। মানুষকে মুক্তি দেয় কোনটি?
ক. শক্তি ও সাহস খ. আদর্শ ও নীতি
গ. সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ
ঘ. ধনসম্পদ ও টাকাপয়সা
উত্তর: গ. সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল