পুলিশ সদর দপ্তরে ডিজিটাল সিগনেচার কর্মশালা

ছবি: বিজ্ঞপ্তি

ডিজিটাল সিগনেচার একটি প্রত্যয়ন বা অথেনটিকেশন সিস্টেম। নেটওয়ার্কে তথ্য আদান-প্রদানের সময় একটি গোপন সংকেত সংরক্ষিত করে রাখা হয়, যা সিগনেচারের মতো কাজ করে। ডিজিটাল সিগনেচারের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করে ইউনিক এনক্রিপশনযুক্ত সংকেত পাঠানো হয়, যাতে প্রেরকের তথ্য সঠিক বলে নিশ্চিত করা হয়। এটি একটি ক্রিপ্টোগ্রাফি মেকানিজম, যা লিখিত সিগনেচারের মতোই কাজ করে।

Online Police Clearance Management System (PCMS)–এ Digital Signature Integration করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি মোতাবেক ৯ থেকে ১৬ জুন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে ছয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিসি কর্তৃক সরবরাহকৃত এপিআইয়ের মাধ্যমে Cryptography Token/Dongle ব্যবহার করে Digital Signature–সংবলিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করা যাবে। এ সিস্টেম চালু হলে আগের চেয়ে দ্রুততম সময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যাবে।
উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে মোট ৮০০ জনকে ডিজিটাল সিগনেচারের ট্রেনিং দেওয়া হয়েছে।