পৌ র নী তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১৮. আন্তর্জাতিক আদালতের কোরামের জন্য কত জন বিচারকের উপস্থিতি প্রয়োজন?
ক. ৩ জন খ. ৫ জন গ. ৭ জন ঘ. ৯ জন
উত্তর: ঘ. ৯ জন
১৯. কত সালে সোভিয়েত রাশিয়া ভেঙে যায়?
ক. ১৯৯০ সালে খ. ১৯৯১ সলে
গ. ১৯৯২ সালে ঘ. ১৯৯৩ সালে
উত্তর: খ. ১৯৯১ সলে
২০। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
ক. ৫১তম খ. ৩২তম গ. ৫৩তম ঘ. ৫৪তম
উত্তর: খ. ৩২তম
২১। সুয়েজ খাল সংকট কত সালে হয়েছিল?
ক. ১৯৫৬ সালে খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৯১ সালে
উত্তর: ক. ১৯৫৬ সালে
২২। বর্তমানে কতটি দেশ জাতিসংঘের সদস্য?
ক. ১৫৮টি খ. ১৬৮টি
গ. ১৮৪টি ঘ. ১৯৩টি
উত্তর: ঘ. ১৯৩টি
২৩। জাতিসংঘের সনদের মূলনীতি ও উদ্দেশ্যসমূহ বস্তবায়নের জন্য কয়টি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে?
ক. দুটি খ. চারটি গ. ছয়টি ঘ. আটটি
উত্তর: গ. ছয়টি
২৪। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
ক. ৫টি খ. ৭টি গ. ১০টি ঘ. ১৫টি
উত্তর: ক. ৫টি
২৫। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব কোনটির ওপর ন্যস্ত?
ক. জাতিসংঘের সাধারণ পরিষদ
খ. নিরাপত্তা পরিষদ
গ. আন্তর্জাতিক আদালত ঘ. সেক্রেটারিয়েট
উত্তর: খ. নিরাপত্তা পরিষদ
২৬। জাতিসংঘের প্রশাসনিক প্রধান কে?
ক. সচিব খ. মহাসচিব গ. যুগ্ম সচিব
ঘ. সহ-সচিব
উত্তর: খ. মহাসচিব
২৭। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
ক. বান কি মুন খ. জর্জ বুশ
গ. উত্থান্ট ঘ. টেংকু আবদুর রহমান
উত্তর: ক. বান কি মুন
২৮। জাতিসংঘের সংর্বোচ্চ পদ কোনটি?
ক. সচিব খ. উপ-মহাসচিব
গ. মহাসচিব
ঘ. সভাপতি
উত্তর: গ. মহাসচিব
২৯। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৭ সালে ঘ. ১৯৭২ সালে
উত্তর: ক. ১৯৭৪ সালে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল