প্রথমা ডটকমে শুরু অনলাইন বইমেলা
অমর একুশে বইমেলা সামনে রেখে ভাষার মাস ফেব্রুয়ারিতে অনলাইন বইমেলার আয়োজন করেছে বই বিক্রির অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম ‘প্রথমা ডটকম’। অনলাইনে আয়োজিত এ বইমেলা থেকে যেকোনো দেশি প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে। এ ছাড়া বিকাশের মাধ্যমে বইয়ের দাম পরিশোধ করলে আরও ১০ শতাংশ অর্থ ফেরত পাওয়া যাবে। অনলাইন এ বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
অনলাইনে বইমেলা আয়োজন নিয়ে প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান প্রথম আলোকে বলেন, ‘এ বছর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বইমেলার আয়োজন করতে চেয়েছিলেন প্রকাশকেরা। এ জন্য নতুন বইও প্রকাশ করতে শুরু করেন তাঁরা। কিন্তু নতুন করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত বছরের মতো এবারও বইমেলার সময় পেছানো হয়েছে। এ জন্য আমরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই অনলাইন বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে পাঠকেরা ঘরে বসেই বইমেলার আমেজ পাবেন। বইমেলার মতো অনলাইন থেকে বই কিনলেও পাঠকেরা ২৫ শতাংশ ছাড়ের পাশাপাশি ক্যাশব্যাক সুবিধা পাবেন।’
prothoma.com ঠিকানায় আয়োজিত এ অনলাইন বইমেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনীর বই কেনার সুযোগ মিলবে। এ ছাড়া 01988337733 নম্বরে ফোন করেও সরাসরি বই কেনা যাবে।
প্রথমা ডটকমের যাত্রা শুরু ২০১৯ সালের ২০ জানুয়ারি। দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমা ডটকমে বই কেনার অর্ডার দিলে সর্বোচ্চ ৫০ টাকার বিনিময়ে পাঠকের দোরগোড়ায় বই পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি। তবে দেড় হাজার টাকার বেশি বই কিনলে বাড়তি খরচ ছাড়াই বই সংগ্রহ করা যাবে।