প্রথম শ্রেণীর জন্য সফটওয়্যার

.
.

বাংলাদেশের জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বই এবং পাঠক্রম অনুসরণ করে প্রস্তুত করা বিজয় প্রাথমিক শিক্ষা-১ নামের মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রকাশিত হয়েছে। এতে রয়েছে প্রথম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিতের সব পাঠ্য বিষয়। অ্যানিমেশন, শব্দ, ভিডিও, লেখার সমন্বয়ে তৈরি হয়েছে এই সফটওয়্যার। এর দাম ২০০ টাকা। বিজয় ডিজিটালের পক্ষ থেকে এটি এই ধরনের তৃতীয় প্রকাশনা। এর আগে নার্সারি ও কেজি শ্রেণীর জন্য বিজয় শিশু শিক্ষা-১ এবং বিজয় শিশু শিক্ষা-২ প্রকাশিত হয়েছে। বিস্তারিত: www.bijoydigital.com
—বিজ্ঞপ্তি