প্রযুক্তি বিষয়ক নতুন সাইট

অনলাইনে বাংলায় তথ্য-প্রযুক্তি বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করতে কাজ করছে অবিরত নামের একটি নতুন ওয়েবসাইট। প্রযুক্তি ও বিনোদন বিষয়ক খবর, ফিচার পড়া যাবে এই সাইটটি থেকে। সাইটটি তৈরি করেছে তরুণ কয়েকজন উদ্যোক্তা। (http://www.obiroto.com) লিংক থেকে এই সাইটটিতে যাওয়া যাবে।