প্রশ্নোত্তর

উইন্ডোজ ৮

প্রশ্ন :

কোনো ফোল্ডারে ফাইল লুকানো (হিডেন) আছে কি না, তা কীভাবে দেখব এবং ফাইলগুলো আনহিডেন কীভাবে করব?

আরমান হোসেন চাকলাদার, আগারগাঁও, ঢাকা।

উত্তর: উইন্ডোজ ৮–এর আগের সব অপারেটিং সিস্টেমের লুকানো ফাইল দেখতে নির্দিষ্ট ফোল্ডারটি খুলুন। এবার কিবোর্ডের ALT ‍+ V চাপুন । তাহলে ভিউ রিবন সিলেক্ট হবে। এরপর H পরপর দুইবার চাপুন অথবা ভিউ ট্যাবের Show/Hide সেকশনের Hidden items এর পাশে টিক চিহ্ন দিন। ফোল্ডারে লুকানো কোনো ফাইল থাকলে সেটি কিছুটা স্বচ্ছভাবে দেখা যাবে। হিডেন ফাইলকে আনহাইড করতে ফাইলের ওপর মাউসের ডান ক্লিক করে Properties অপশনে ক্লিক করুন। একদম নিচে এসে Attributes সেকশনের Hidden অপশনের পাশে থাকা টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন।

আরও পড়ুন

প্রশ্ন :

কীভাবে যেকোনো লেখাকে (ডক ফাইল) পিডিএফ ফাইলে রূপান্তর করা যায় এবং কীভাবে ফাইলের আকার ছোট রাখা যায়। দয়া করে জানাবেন।

জুলফিকার আলী, বকুলতলা, রংপুর।

উত্তর: এমএস ওয়ার্ড বা লেখালেখির কোনো সফটওয়্যারে ফাইলটি খুলুন। এরপর CTRL ‍+ P চাপুন। প্রিন্ট ডায়ালগ বক্স চালু হলে Select Printer-এর তালিকা থেকে Microsoft Print to PDF নির্বাচন করে নিচের Print বোতাম চাপুন। আরেকটি ডায়ালগ বক্স এলে সেখানে ফাইলের একটি নাম লিখে দিন এবং ফাইলকে যেখানে সংরক্ষণ করতে চান সেটি দেখিয়ে দিয়ে নিচের Save বোতাম চাপলেই লেখাটি পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ হয়ে যাবে। পিডিএফ ফাইলের আকার ছোট করতে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

প্রশ্ন :

পুরোনো মোবাইল ফোনে রেকর্ড করা .3gp ভিডিওকে এইচডি ভিডিওতে রূপান্তর (কনভার্ট) করার কোনো সফটওয়্যার আছে?

ওমর ফারুক, মহাখালী, ঢাকা।

উত্তর: .3gp ফরম্যাটের ভিডিওকে হাই ডেফিনেশনে (এইচডি) রূপান্তর করা গেলেও ভিডিওর মান (কোয়ালিটি) ঠিক থাকবে না। তবে ভিডিও পছন্দের ফরম্যাটে রূপান্তরের জন্য ফরম্যাট ফ্যাক্টরি নামের সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এটি ওয়েব ঠিকানা থেকে বিনা মূল্যে নামানো যাবে।

আরও পড়ুন

লক্ষ্য করুন

প্রিয় পাঠক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তির যেকোনো সমস্যা কথা লিখে পাঠাতে পারেন টেক–বার্তায়। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

টেক–বার্তা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫

ই–মেইল: [email protected]

আরও পড়ুন