প্রাথমিক বিজ্ঞান

আকাঃ মাসুক হেলাল
আকাঃ মাসুক হেলাল

অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সঠিক উত্তরটি খাতায় লেখো।
১৪। কোন জীবাণুর আক্রমণে মানুষের বাতজ্বর হয়?
ক. এইচআইভি খ. ই. কোলাই
গ. প্লাজমোডিয়াম ঘ. স্ট্রেপটোকক্কাস
উত্তর: ঘ. স্ট্রেপটোকক্কাস
১৫। ত্বক অপরিষ্কার রাখলে কী রোগ হতে পারে?
ক. খোসপাঁচড়া খ. কুষ্ঠ গ. কাশি ঘ. ডায়রিয়া
উত্তর: ক. খোসপাঁচড়া

১৬। কিউলেক্স মশার কামড়ে কোন রোগ হয়?
ক. ম্যালেরিয়া খ. যক্ষ্মা গ. গোঁদ ঘ. সোয়াইন ফ্লু
উত্তর: গ. গোঁদ
১৭। সোয়াইন ফ্লুতে আক্রান্ত ব্যক্তির জ্বর কত ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকে?
ক. ১০১ ডিগ্রি খ. ১০২ ডিগ্রি
গ. ১০৩ ডিগ্রি ঘ. ১০৪ ডিগ্রি
উত্তর: ঘ. ১০৪ ডিগ্রি
১৮। এডিস মশা সাধারণত কখন কামড়ায়?
ক. সকাল ও সন্ধ্যার আগে
খ. সকাল ও সন্ধ্যার পর
গ. দুপুর ও বিকেলে ঘ. গভীর রাত ও দুপুরে।
উত্তর: ক. সকাল ও সন্ধ্যার আগে
১৯। কারা বাতজ্বরে বেশি আক্রান্ত হয়?
ক. শিশুরা খ. মধ্যবয়স্ক ব্যক্তিরা
গ. প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ঘ. বালক
উত্তর: ক. শিশুরা।

# সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন: বায়ুবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাদের বায়ুবাহিত রোগ বলে। যেমন— হাম, যক্ষ্মা, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা।
প্রশ্ন: পানিবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব রোগ পানির মাধ্যমে ছড়ায়, তাদের পানিবাহিত রোগ বলে। যেমন— কলেরা, ডায়রিয়া, আমাশয়, জন্ডিস।
প্রশ্ন: সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে কত ডিগ্রি ফারেনহাইটের ওপরে জ্বর হয়?
উত্তর: সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে ১০৪ ডিগ্রি ফারেনহাইটের ওপরে জ্বর হয়।
প্রশ্ন: শৈশবকাল কাকে বলে?
উত্তর: শিশুর জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত সময়কে তার শৈশবকাল বলে।
প্রশ্ন: কোন সময়কালকে বাল্যকাল বলে?
উত্তর: ছয় থেকে দশ বছর বয়স পর্যন্ত সময়কালকে বাল্যকাল বলে। ছেলে শিশুকে বলা হয় বালক, মেয়ে শিশুকে বলা হয় বালিকা।
প্রশ্ন: বয়ঃসন্ধিকাল কাকে বলে?
উত্তর: ১০ বছরের পর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সময়কে ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল বলে।
প্রশ্ন: কোন মশার কাপড়ে ম্যালেরিয়া হয়?
উত্তর: অ্যানোফিলিস স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া হয়।
প্রশ্ন: যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম কী?
উত্তর: যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম বিসিজি।
প্রশ্ন: সোয়াইন ফ্লু রোগের ভাইরাসটির নাম কী?
উত্তর: সোয়াইন ফ্লু রোগের ভাইরাসটির নাম হলো—এইচওয়ানএনওয়ান (H1N1)।
প্রশ্ন: সংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: কিছু রোগ আছে, যেগুলো একজন থেকে অন্যজনে ছড়ায়। এসব রোগের জীবাণু রোগীর কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায় বলে এগুলোকে সংক্রামক রোগ বলে। যেমন: জন্ডিস, সোয়াইন ফ্লু, হাম, পাঁচড়া ইত্যাদি।
প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়?
উত্তর: ডেঙ্গু জীবাণুর বাহক এডিস মশা। এটি সাধারণত কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার ইত্যাদিতে জমে থাকা পানির মধ্যে বংশ বৃদ্ধি করে এবং সকাল ও সন্ধ্যার আগে মানুষকে কামড়ায়। এর ফলে ডেঙ্গু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে।
পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল