সঠিক উত্তরটি লেখো
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ এর ওপর আলোচনা করা হলো।
অধ্যায়-৯
২৮. কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে কোনটি ব্যবহারের ফলে?
ক. উন্নত যন্ত্র খ. রাসায়নিক সার
গ. কীটনাশক ঘ. জৈব প্রযুক্তি
উত্তর: ঘ. জৈব প্রযুক্তি
২৯. নিচের কোনটি থেকে সিএফসি গ্যাস নির্গত হয়?
ক. রেফ্রিজারেটর খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. দেয়াল ঘড়ি
উত্তর: ক. রেফ্রিজারেটর
৩০. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?
ক. কম্পিউটার ভাইরাস
খ. কীটনাশকের ব্যবহার
গ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
ঘ. রাসায়নিক সারের ব্যবহার
উত্তর: গ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার।
# সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন।
প্রশ্ন: প্রাচীন প্রযুক্তির তিনটি উদাহরণ দাও।
উত্তর: প্রাচীন প্রযুক্তির তিনটি উদাহরণ—গরুর গাড়ি, কোদাল ও লাঙল।
প্রশ্ন: আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ দাও।
উত্তর: আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ হলো—কম্পিউটার, ইন্টারনেট ও মোবাইল ফোন।
প্রশ্ন: তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
উত্তর: আমি ব্যবহার করি এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি হচ্ছে মোবাইল ফোন ও কম্পিউটার। এই প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পাদন করতে পারি।
প্রশ্ন: প্রযুক্তির বিকাশ কেন ঘটে?
উত্তর: জীবনের প্রয়োজনে বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে মানুষের জীবনযাপন সহজতর করার জন্য প্রযুক্তির বিকাশ ঘটে।
প্রশ্ন: কৃষি প্রযুক্তির তিনটি যুগ কী কী?
উত্তর: কৃষি প্রযুক্তির প্রথমটি হলো— উন্নত যন্ত্র ব্যবহারের যুগ। যেমন— ট্রাক্টর দিয়ে জমি চাষ, ফসল কাটার যন্ত্রের ব্যবহার, সেচের প্রচলন ইত্যাদি।
দ্বিতীয়টি হলো—রাসায়নিক সার ব্যবহার করে উৎপাদন বাড়ানো। তৃতীয়টি হলো— জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃষিতে জৈব প্রযুক্তি ব্যবহার করা।
প্রশ্ন: প্রযুক্তি বলতে কী বুঝ?
উত্তর: জীবন ও জীবিকার বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগানো বা ব্যবহার করাই প্রযুক্তি।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল