প্রাথমিক শিক্ষা সমাপনীরপ্রস্তুতি

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’। প্রথমে দেওয়া হলো আগে প্রকাশিত ক্রিয়াপদের চলিত রূপ লেখো-এর উত্তরের বাকী অংশ

n  প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।

উত্তর:

ঠ. অনেকে মারা গেল।

ড. মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁহার উপর, তিনি শহীদ হলেন।

ঢ. এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব।

ণ. বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করে নিয়েছি।

ত. পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে।

থ. রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন।

দ. বীরের পুত-পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের।

n  বিপরীত শব্দ লেখো অনুরাগ, যোগ, হালকা, অনেক।

উত্তর:

n  যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো।

ন্ত, ম্ম, স্ট, স্ত, ক্ত, দ্ধ, প্ট, ম্ব, ম্প, ত্ব, স্থ, চ্ছ, ন্স, ন্ন, ক্ষ, দ্দ, ম্ভ, ঙ্গ, ঞ্জ, ষ্ঠ, ন্ম, ত্ম, ন্ট, ঞ্চ, স্প, স্ত্র, স্ব, ল্প, দ্ম।

উত্তর:

ন্ত          অন্তর, মন্তব্য।

ম্ম         আম্মাজান, খালাম্মা।

স্ট         মাস্টার, স্টেশন।

স্ত          সস্তা, বিস্তার।

ক্ত         শক্ত, মুক্তা।

দ্ধ          শ্রদ্ধা, বৌদ্ধ।

প্ট         ঝাপ্টা, সোজাসাপ্টা।

ম্ব          মুম্বাই, মেম্বর।

ম্প         চম্পা, শম্পা।

ত্ব         মনুষ্যত্ব, বিশেষত্ব।

স্থ          চিরস্থায়ী, অস্থায়ী।

চ্ছ         উচ্ছল, পিচ্ছিল।

ন্স         ল্যান্স নায়েক, মুন্সী।

ন্ন          ভিন্ন, প্রসন্ন।

ক্ষ         ক্ষার, ক্ষত।

দ্দ          খদ্দের, নিরুদ্দেশ।

ম্ভ         সম্ভব, সম্ভার।

ঙ্গ          জঙ্গল, ভঙ্গ।

ঞ্জ         চিরঞ্জীব, চিত্তরঞ্জন।

ষ্ঠ          ওষ্ঠ, পৃষ্ঠা।

ন্ম         জন্ম, জন্মান্তর।

ত্ম         আত্মদান, আত্মত্যাগ।

ন্ট         মিন্টু, ঝন্টু।

ঞ্চ         প্রবঞ্চক, প্রবঞ্চনা।

স্প        স্পষ্ট, স্পর্শ।

স্ত্র          অস্ত্রধারী, নিরস্ত্র।

স্ব          স্বচ্ছ, স্বজাতি।

ল্প         অল্প, গল্প।

দ্ম         পদ্মফুল, পদ্মাবতী।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা