
অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের উত্তরে নম্বর থাকবে ১)
প্রশ্ন: ছায়াপথ বলতে কী বোঝো?
উত্তর: অন্ধকার রাতে পরিষ্কার আকাশে জ্যোতিষ্কমণ্ডলীর দিকে তাকালে আকাশে সাদা মেঘের মতো বিস্তীর্ণ এলাকা দেখা যায়, যা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে গেছে, একে ছায়াপথ বলে। ছায়াপথ আসলে লক্ষকোটি নক্ষত্র ও তাদের গ্রহ-উপগ্রহ নিয়ে গঠিত।
প্রশ্ন: গ্রহ কাকে বলে?
উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই, তাদের গ্রহ বলে। যেমন পৃথিবী।
প্রশ্ন: সৌরজগতের গ্রহগুলোর নাম বলো।
উত্তর: সূর্যের গ্রহ আটটি। যেমন: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।
প্রশ্ন: চাঁদ ও সূর্য সমান দেখায় কেন?
উত্তর: আমরা জানি, সূর্য পৃথিবীর চেয়ে অনেক বড় এবং চাঁদ পৃথিবীর চেয়ে অনেক ছোট। তাই পৃথিবী থেকে সূর্যকে চাঁদের তুলনায় বড় দেখতে পাওয়ার কথা। তবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সূর্যের তুলনায় অনেক কম। এ জন্য চাঁদ ও সূর্য সমান দেখায়।
রচনামূলক প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের উত্তরে নম্বর থাকবে ৫)
প্রশ্ন: মহাবিশ্ব সম্পর্কে তোমার ধারণা লেখো।
উত্তর: আমাদের এই পৃথিবীর চারদিকে দিগন্তবিস্তৃত মহাকাশ এত বিশাল যে এর সীমা-পরিসীমা সম্পর্কে কোনো ধারণাই করা যায় না। চাঁদ, সূর্য পৃথিবী, অন্যান্য গ্রহ, উপগ্রহ ও নানা বস্তু নিয়ে আমাদের সৌরজগৎ। এই বিশাল সৌরজগৎ মহাবিশ্বের একটি সদস্য মাত্র। সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক একটি সমাবেশ, তাকে বলে গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির সদস্য, তার নাম ছায়াপথ। প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে আবার কোটি কোটি নক্ষত্র। তবে বিজ্ঞানীদের ধারণা মতে, মহাকাশে কোটি কোটি আলোকবর্ষ দূরে এমন অসংখ্য গ্যালাক্সি রয়েছে, যেগুলো থেকে পৃথিবী সৃষ্টির পর কয়েক শ কোটি বছরেও এখন পর্যন্ত আলো এসে পৌঁছায়নি। এসব গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান মিলে গঠিত হয়েছে মহাবিশ্ব। আমাদের সৌরজগৎ এ মহাবিশ্বের তুলনায় একটি বিন্দুর মতো।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল