প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

চিত্র: পানিচক্র
চিত্র: পানিচক্র

অধ্যায়-৩ 
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: আর্সেনিক দূষণের কারণ কী?
উত্তর: আর্সেনিক একপ্রকার বিষাক্ত পদার্থ, যা আমাদের দেশে কিছু কিছু এলাকার ভূগর্ভস্থ পানিতে দেখা যায়। নলকূপের পানির সঙ্গে মিশে এটি ওপরে আসে এবং এ পানি ব্যবহারের ফলে মানুষের মারাত্মক অসুখ হয়। প্রাকৃতিক কারণেই আর্সেনিক দূষণ হয়ে থাকে।
প্রশ্ন: দূষিত পানি পান করলে কী কী রোগ হতে পারে?

উত্তর: দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি রোগ হতে পারে।
প্রশ্ন: পানি শরীরে কী কাজ করে?
উত্তর: আমরা যে খাদ্য গ্রহণ করি, পানি তা ভেঙে শক্তি উৎপাদন করে। এ ছাড়া শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে।
প্রশ্ন: মেঘ কী?
উত্তর: সূর্যতাপে ভূপৃষ্ঠের পানি জলীয়বাষ্প হয়ে ওপরে উঠতে থাকে। একসময় ওপরের ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে জলকণায় পরিণত হয়ে আকাশে ভাসতে থাকে, এটিকে মেঘ বলে।
প্রশ্ন: কাচের গ্লাসে বরফের টুকরা রাখলে গ্লাসের গায়ে পানি জমে কেন?
উত্তর: বায়ুতে সব সময় কিছু না কিছু জলীয়বাষ্প থাকে। এ জলীয়বাষ্প বরফ ঠাণ্ডা গ্লাসের পৃষ্ঠে লেগে ঘনীভূত হয়ে পানিকণায় পরিণত হয়। এ জন্য গ্লাসের গায়ে পানি জমে।
# কাঠামোবদ্ধ প্রশ্ন
প্রশ্ন: চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো।
উত্তর: সূর্যতাপ ভূপৃষ্ঠের অর্থাৎ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। ক্ষুদ্র পনিকণা একত্র হয়ে আকাশে মেঘ হিসেবে ঘুরে বেড়ায়। মেঘের পানিকণাগুলো একত্র হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে। আবার বায়ুপ্রবাহের কারণে জলীয় বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়। সেখানে মেঘের পানিকণা ঠাণ্ডায় বরফে পরিণত হয়। এ বরফ গ্রীষ্মকালে সূর্যের তাপে গলে পানি হয়ে পাহাড়ের গা ঘেঁষে ছোট পাহাড়ি নদীর উৎপত্তি হয়। এই নদীর পানি সবশেষে সমুদ্রে গিয়ে মেশে। এভাবে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানিচক্র বলে। উপরে পানিচক্রের চিত্র দেওয়া হলো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা