প্রাথমিক সমাপনী পরীক্ষার মডেল টেস্ট-৪

প্রাথমিক সমাপনী পরীক্ষার মডেল টেস্ট-৪
বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
মডেলটেস্ট তৈরি করেছেন রাবেয়া সুলতানা
 সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১×৪০=৪০
১। পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ পরিচালিত হয় কবে?
ক. ১৯৭১ সাল ২৫ মার্চ খ. ১৯৭১ সাল ২৬ মার্চ
গ. ১৯৭১ সাল ১৪ মে ঘ. ১৯৭১ সাল ১৬ ডিসেম্বর
২। কখন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে?
ক. ১৯৭১ সালের ২৬ মার্চ খ. ১৯৭১ সালের ১৫ মে
গ. ১৯৭১ সাল ১৬ ডিসেম্বর ঘ. ১৯৭১ সাল ১৪ মে
৩। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা প্রতিবছর কবে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করি?
ক. ১৬ মার্চ খ.১৪ ডিসেম্বর গ. ১৫ আগস্ট গ. ৭ মে
৪। বাংলার শেষ স্বাধীন নবাব কে?
ক. টিপু সুলতান খ. সম্রাট আকবর
গ. সিরাজউদ্দৌলা ঘ. সম্রাট জাহাঙ্গীর
৫। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
ক. ১৯০৬ ক. ১৯১১ গ. ১৯০৮ ঘ. ১৯১০
৬। তিতুমীর কেন বাঁশের কেল্লা নির্মাণ করেন?
ক. ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত করতে
খ. বসবাসের জন্য গ. সিপাহিদের আশ্রয় দিতে
ঘ. ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে
৭। কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
ক. তিতুমীর ক. মঙ্গল পান্ডে গ. ক্ষুদিরাম ঘ. সূর্যসেন
৮। আহসান মঞ্জিল প্রাসাদটি কে তৈরি করেন?
ক. শেখ মতিউল্লাহ খ. আহসান উল্লাহ
গ. খাজা আলিমুল্লাহ ঘ. সিরাজউদ্দৌলা
৯। সোমপুর বিহারের চারদিকে কুঠুরি রয়েছে?
ক. ১৭০টি খ. ১৭৭টি গ. ৭১১টি ঘ. ১০৭টি
১০। কোন প্রত্নস্তলে বিদ্যাচর্চার সুব্যবস্থা ছিল?
ক. মহাস্থানগড় খ. পাহাড়পুর
গ. ময়নামতি ঘ. লালবাগ দুর্গ
১১। বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য কী কী?
ক. ধান, গম ও মসলা খ. পাট, চা, তামাক
গ. ভুট্টা, আলু, তৈলবীজ ঘ. আখ, মসুর, গম
১২। বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল?
ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ গ. ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ
১৩। বাংলাদেশে বেশি চা উৎপন্ন হয়—
ক. উত্তর ও দক্ষিণ খ. পূর্ব ও পশ্চিম
গ. উত্তর ও পশ্চিম ঘ. পূর্ব ও দক্ষিণ
১৪। জামদানি শাড়ি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. তাঁতশিল্পের খ. রেশমশিল্পের
গ. পাটশিল্পের গ. পোশাকশিল্পের
১৫। বাংলাদেশে প্রতিবছর খাদ্য ঘাটতির পরিমাণ?
ক. প্রায় ২৫ লাখ টন খ. প্রায় ২৪ লাখ টন
গ. প্রায় ২৬ লাখ টন ঘ. প্রায় ২০ লাখ টন
১৬। দেশের মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ করা যায় না কেন?
ক. কম সম্পদের জন্য খ. অতিরিক্ত জনসংখ্যার জন্য গ. দক্ষ লোকের অভাবে ঘ. শিক্ষিত লোকের অভাবে
১৭। অতিরিক্ত জনসংখ্যাকে কী উপায়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা যায়?
ক. দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে
খ. বিদেশে পাঠিয়ে গ. বিভিন্ন সংগঠন তৈরি করে
ঘ. আর্থিক সহায়তা দিয়ে।
১৮। কারিগরি শিক্ষা কেন প্রয়োজন?
ক. ভ্রমণের জন্য খ. শিক্ষিত করার জন্য
গ. কর্মক্ষেত্রের জন্য ঘ. কৃষি উৎপাদনের জন্য।
১৯। তোমার এলাকায় কৃষিনির্ভর জমির আর্দ্রতা কমে যাওয়ার কারণ হতে পারে—
ক. খরা খ. ঘূর্ণিঝড়
গ. জলবায়ু পরিবর্তন ঘ. অতিবৃষ্টি।
২০। এ দেশের খাদ্যঘাটতির জন্য মূলত দায়ী কী?
ক. অনুন্নত কৃষিপ্রযুক্তি খ. কৃষকের সংখ্যা হ্রাস
গ. অতিরিক্ত জনসংখ্যা ঘ. খাদ্যবীজের অভাব।
২১। তোমাকে তিনটি উপাদান দেওয়া হলো। জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও মূলধন। তুমি এ তিনটিকে কাজে লাগিয়ে নিচের কোনটি করতে পারবে বলে মনে করো?
ক. শিক্ষার উন্নয়ন খ. সামাজিক উন্নয়ন
গ. রাজনৈতিক উন্নয়ন ঘ. অর্থনৈতিক উন্নয়ন।
২২। তুমি যদি গাছ না লাগিয়ে শুধু কেটে ফেলো, তাহলে কোনটি ঘটবে বলে তুমি মনে করো?
ক. বন্যা ক. অতিবৃষ্টি গ. খরা ঘ. ঘূর্ণিঝড়
২৩। মামুনের বয়স ৮ বছর। সে স্কুলে না গিয়ে রিকশার গ্যারেজে কাজে যায়। মামুনের ক্ষেত্রে কি ঘটছে? ক. মানবাধিক লঙ্ঘন হচ্ছে খ. অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে গ. উত্তরাধিকার ক্ষুণ্ন হচ্ছে
ঘ. মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে।
২৪। কোনটি জঘন্যতম মানবাধিকারবিরোধী কাজ?
ক. শিশু ও নারী পাচার খ. স্কুলে না পাঠানো
গ. মজুরিবৈষম্য ঘ. আইন মেনে না চলা
২৫। কোনটি মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার অবদানের সর্বোচ্চ উপাধি?
ক. বীরশ্রেষ্ঠ ক. বীর উত্তম গ. বীর প্রতীক ঘ. বীর
২৬। কার সহায়তায় শিশুকে পরীক্ষা ও তার আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে ‘অটিজম’ শনাক্ত করা যায়?
ক. পিতা-মাতা খ. শিক্ষক
গ. বিশেষজ্ঞ বা চিকিৎসক ঘ. পাড়া-প্রতিবেশী।
২৭। অধিকাংশের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে কী বলে? ক. একনায়কতন্ত্র
খ. সমাজতন্ত্র গ. রাজতন্ত্র ঘ. গণতন্ত্র
২৮।গণতান্ত্রিক মনোভাব মানুষের কি ধরনের গুণ?
ক. ব্যক্তিগত ও সামাজিক গুণ খ. পারিবারিক শিক্ষা
গ. বংশগত গুণ ঘ. রাষ্ট্রের চাপিয়ে দেওয়া আইন।
২৯। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের শ্রেণীনেতা নির্বাচনে কোন ধরনের পদ্ধতি অবলম্বন করে?
ক. শিক্ষকের বানানো পদ্ধতি খ. গণতান্ত্রিক পদ্ধতি
গ. অগণতান্ত্রিক পদ্ধতি ঘ. স্বৈরতান্ত্রিক পদ্ধতি
৩০। কে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?
ক. বেগম রোকেয়া খ. ক্লারা জেটকিন
গ. সুফিয়া কামাল ঘ. জাহানারা ইমাম
৩১। প্রাথমিক বিদ্যালয়ে শতকরা কতভাগ নারীশিক্ষক নিয়োগের কর্মসূচি নেওয়া হয়েছে?
ক. ৪০ ভাগ খ. ৬০ ভাগ গ. ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ
৩২। কে নারী জাগরণের অগ্রদূত?
ক. সুফিয়া কামাল খ. জাহানারা ইমাম
গ. বেগম রোকেয়া ঘ. ইন্দিরা গান্ধী।
৩৩। আন্তর্জাতিক নারী দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় কেন? ক. নারীশিক্ষার জন্য খ. নারীদের মজুরি বাড়ানোর জন্য গ. নারী-পুরুষের ব্যবধান কমাতে ঘ. নারীদের বেশি করে চাকরি দেওয়ার জন্য
৩৪। বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতনের শিকার হচ্ছে?
ক. ২ জন খ. ৩ জন গ. ৫ জন ঘ. ৭ জন
৩৫। ‘খোদাই পাথর’ নামক বিশেষ এক ধরনের পাথর কোথায় পাওয়া গেছে?
ক. মহাস্থানগড় খ. লালবাগ কেল্লা
গ. ময়নামতি ঘ. আহসান মঞ্জিল
৩৬। শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কেন?
ক. জাদুঘর তাঁর পছন্দ বলে খ. গৌরব ধরে রাখতে গ. অর্থ উপার্জনের জন্য ঘ. সুনাম অর্জনের জন্য
৩৭। মানবাধিকারবিরোধী কোনো ঘটনা ঘটতে দেখলে কী করা উচিত বলে তুমি মনে করো?
ক. চুপ করে থাকা উচিত খ. বন্ধুদের বলা উচিত
গ. পুলিশকে জানানো ঘ. না দেখার ভান করা উচিত
৩৮। বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ জমি নদীভাঙনের শিকার হয়?
ক. প্রায় ১,০০০ হেক্টর খ. প্রায় ১০,০০০ হেক্টর
গ. প্রায় ২৫,০০০ হেক্টর ঘ. প্রায় ১৫,০০০ হেক্টর
৩৯। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কিসের মাধ্যমে বাঙালির স্বাধিকার চেতনাকে আরও বেগবান করেন?
ক. ভাষণের মাধ্যমে খ. লেখনীর মাধ্যমে
গ. গানের মাধ্যমে ঘ. চিঠির মাধ্যমে।
৪০। শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার অন্যতম কারণ কী? ক. দারিদ্র্য ক. কুসংস্কার
গ. অসচেতনতা ঘ. পরীক্ষাভীতি।
২। শূন্যস্থান পূরণ করো। ১×১০=১০
ক. বাংলাদেশ একটি — রাষ্ট্র।
খ. আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে ভারতে — চেতনার বিকাশ ঘটে।
গ. মধ্যযুগে মুসলিম শাসন আমলে — বাংলার সুলতানদের রাজধানী ছিল।
ঘ. আহসান মঞ্জিল ছিল ঢাকার — প্রাসাদ।
ঙ. বর্তমানে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় — %।
চ. খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি সবকিছু মিলেই নির্ধারিত হয় দেশের জনগণের —।
ছ. জনসম্পদ হচ্ছে কোনো দেশের —।
জ. সাধারণত ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই — বলা হয়।
ঝ. মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার গুলোকে বলা হয় —।
ঞ. নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও — রয়েছে।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ১×১০=১০
ক. কাদের মিত্র বাহিনী বলা হয়?
খ. মহাস্থানগড়ে কোন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
গ. মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
ঘ. আবহাওয়া বলতে কী বোঝো?
ঙ. খরার কারণে কী সমস্যা হয়?
চ. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ছ. নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তিনটি দায়িত্ব ও কর্তব্যের নাম লেখো।
জ. বাংলাদেশের প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্যের নাম লেখো।
ঝ. আমাদের দেশে নাগরিকগণ কত বছর বয়সে ভোট দিতে পারে?
ঞ. গণতন্ত্রের অর্থ কী?
৪। ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। ৫×৮=৪০
ক. মনে করো, মহাসেন ঘূর্ণিঝড়টি তোমার পাশের গ্রামে আঘাত হেনেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় তোমার পাঁচটি করণীয় লেখো।
খ. সমাজে সমঅধিকার নিশ্চিত করতে আমাদের কী করা উচিত বলে তুমি মনে করো।
গ. মুক্তিযুদ্ধের তৎপর্য বর্ণনা করো।
ঘ. বাংলায় নবজাগরণের ফলাফল কী ছিল?
ঙ. বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?
চ. বাংলাদেশে ক্ষুদ্র ও কুটিরশিল্পের গুরুত্ব লেখো।
ছ. অতিরিক্ত জনসংখ্যা থাকলে শিক্ষার কী সমস্যা হয়?
জ. জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়?
ঝ. নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন?
ঞ. রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?