প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২

যোগ্যতাভিত্তিক প্রশ্নে নম্বর ২৫+৭৫ নম্বরের প্রশ্ন গতানুগতিক ধারায়
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রণীত ২০১৩ সালের প্রশ্নকাঠামো অনুসারে প্রতিটি বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং ৭৫ নম্বরের প্রশ্ন গতানুগতিক ধারায় হবে। পাঠ্যবই বহির্ভূত নমুনা অনুচ্ছেদ নিয়ে গতকালপ্রকাশিত মডেল প্রশ্নের বাকি অংশ ধারাবাহিকভাবে দেওয়া হলো।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৫=৫
৪) গ্রামবাংলার মানুষ ‘লোকসংগীত’ পছন্দ করে, কারণ—
ক. লোকসংগীত গাওয়া সহজ খ. লোকসংগীত সাধারণ মানুষ গায় গ. লোকসংগীত ছাড়া অন্য গান শুনতে পায় না
ঘ. লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি
৫) গ্রাম্য মেলার অনুষ্ঠানে কী ধরনের গান উপযুক্ত?
ক. রবীন্দ্রসংগীত খ. নজরুলসংগীত
গ. বাউলসংগীত ঘ. ব্যান্ড সংগীত
২। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। ১×৫=৫
শব্দ শব্দার্থ
পরিপূরক পরিপূর্ণকারী/সম্পূর্ণ করে এমন
লোকসংগীত গ্রামের সাধারণ মানুষের গান
বাকপ্রতিভা কথা বলার অনন্য সাধারণ বুদ্ধি
স্বতঃস্ফূর্ত সহজ ও স্বাভাবিকভাবে প্রকাশিত
উল্লাস পরম আনন্দ
অভিব্যক্তি প্রকাশ
ক. অভিনয়ের মাধ্যমে মনের—ঘটে।
খ. এত ছোট মেয়ের—দেখে আমি মুগ্ধ।
গ. রুটি ভাতের—হিসেবে খাওয়া যায়।
ঘ. বৈশাখী মেলায়—এর আসর বসে।
ঙ. তিন্নি—ভাবে নাচতে রাজি হয়েছে।
৩। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে শব্দ লেখো: ক্ত, ক্ষ, শ্ল, ল্প, স্ফ ১×৫=৫
৪। প্রশ্নের উত্তর লেখো: ৫×২=১০
ক) লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে কেন? এর পাঁচটি কারণ লেখো।
খ) ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’—এই বাক্যটি দিয়ে কী বুঝানো হয়েছে? পাঁচটি বাক্যে উত্তর লেখো।
প্রিয় শিক্ষার্থী, বইবহির্ভূত প্রদত্ত অনুচ্ছেদটির প্রশ্ন ক্রমিক ১, ২, ৩ ও ৪ সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর দেওয়ার জন্য তোমাকে যথেষ্ট মনোযোগ দিয়ে অনুচ্ছেদটি পড়তে হবে এবং বুঝতে হবে। শুধু একবার চোখের দেখা দেখে বা একবার পড়েই এই অনুচ্ছেদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভবত সম্ভব হবে না। এবার এসো, এই অনুচ্ছেদের প্রশ্নগুলোর আদর্শ নমুনা উত্তর দেখা যাক।
১ নম্বর প্রশ্নের উত্তর:
১. গ. সংগীত ২. খ. গ্রামবাংলার গান ৩. খ. ঞ+জ ৪. ঘ. লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ৫. গ. বাউলসংগীত
২ নম্বর প্রশ্নের উত্তর:
ক. অভিনয়ের মাধ্যমে মনের অভিব্যক্তি ঘটে।
খ. এত ছোট মেয়ের বাকপ্রতিভা দেখে আমি মুগ্ধ।
গ. রুটি ভাতের পরিপূরক হিসেবে খাওয়া যায়।
ঘ. বৈশাখী মেলায় লোকসংগীত-এর আসর বসে।
ঙ. তিন্নি স্বতঃস্ফূর্তভাবে নাচতে রাজি হয়েছে।
৩ নম্বর প্রশ্নের উত্তর:
প্রদত্ত যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি শব্দ
ক্ত ক্+ত রক্ত
ক্ষ ক্+ষ ক্ষয়
শ্ল শ্+ল অশ্লীল
ল্প ল্+প অল্প
স্ফ স্+ফ স্ফীত
৪ নম্বর প্রশ্নের উত্তর:
ক) লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে, কারণ
১. সহজ-সরলভাবে গাওয়া হয় বলে যুগ যুগ ধরে গ্রামবাংলার মানুষ লোকসংগীত গেয়ে আসছে।
২. এ গান মানুষের মনের আবেগ-অনুভূতি প্রকাশ করে।
৩. এ সংগীত গ্রামের মানুষ মুখে মুখে গায়।
৪. গ্রামের বিভিন্ন পেশার মানুষ আনন্দ-বেদনায় এই গান গায়।
৫. লোকসংগীতের মাধ্যমে বাংলাদেশের গ্রামের চিত্র তুলে ধরা যায়।
খ) ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’—এই বাক্যটি দিয়ে বুঝানো হয়েছে—
বাংলাদেশে প্রচুর ধান উৎপাদন হয়। এই ধান থেকে চাল হয় এবং এ চাল সেদ্ধ করলে যে ভাত হয় তা বাংলাদেশিদের প্রধান খাবার। আর গানের মাধ্যমে আমরা মনের আবেগ ও উল্লাস প্রকাশ করে থাকি। বিভিন্ন আচার-অনুষ্ঠানে গানের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করে থাকি। কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষ শ্রমসংগীত গেয়ে থাকেন।
লক্ষ করো: প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা বা বাড়তি কোনো কথা লেখা হয়নি এবং কোনো উপসংহারও দেওয়া হয়নি। প্রশ্নানুসারে যথার্থ উত্তর যা হতে পারে তা-ই লেখা হয়েছে। প্রশ্নক্রমিক ৪-এর ‘ক’ নম্বর প্রশ্নে লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলার পাঁচটি কারণ ক্রমিক আকারে লেখা হয়েছে। আবার ‘খ’ নম্বর প্রশ্নে ধানের দেশ গানের দেশ, এই আমাদের বাংলাদেশ বাক্যটি দিয়ে যা বুঝানো হয়েছে তা পাঁচটি বাক্যে পাশাপাশি লেখা হয়েছে।
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল