ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ যেভাবে

নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারে বিভিন্ন রকম নির্দেশনা ফেসবুকে বেশ ভালো রকমই দেওয়া আছে। এর পরও কোনো কারণে কেউ হয়তো সামাজিক যোগাযোগের এই জনপ্রিয় মাধ্যমে থাকতে চাইছেন না। যাঁরা মনে করছেন, ফেসবুক আসলে খুব একটা কাজে আসছে না অথবা খুব বেশি সময় নষ্ট হচ্ছে, তাঁরা চাইলে দুই ভাবে তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ বা মুছে ফেলতে পারেন।

সাময়িকভাবে বন্ধ
ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (ডি-অ্যাক্টিভেট) করলে আপনার বিভিন্ন পোস্টসহ পুরো প্রোফাইলটি সাইট থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে। পরবর্তী সময়ে যেকোনো সময় ফেসবুকে ঢুকলে লগ-ইন করলে অ্যাকাউন্ট আবার চালু হবে। অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করতে চাইলে ফেসবুকে ঢুকুন। ওপরে ডান কোনায় সেটিংস আইকনে ক্লিক করুন। সেখান থেকে সেটিংস অপশনে ক্লিক করলে যে পেজটি খুলবে তার বাঁ পাশে সিকিউরিটি অপশনে ক্লিক করুন। তারপর পেজের নিচের দিকে Deactivate your account-এ ক্লিক করলে ফেসবুক আপনাকে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার কারণ জানতে চেয়ে কিছু অপশন দেখাবে। যেকোনো একটি নির্বাচন করে কনফার্ম করুন।
স্থায়ীভাবে মুছে ফেলা
মুছে ফেলা মানে অ্যাকাউন্টটি পুরোপুরিই বন্ধ করে দেওয়া। ফেসবুকের পরামর্শ হলো অ্যাকাউন্ট মুছে ফেলার আগে ফেসবুকে পোস্ট করা আপনার যাবতীয় সব তথ্য নামিয়ে রাখা উচিত। এ জন্য ফেসবুকে ঢুকে সেটিংস আইকনে ক্লিক করে সেটিংস অপশনে যান। তারপর জেনারেল অপশন পেজের নিচের দিকে Download a copy of your Facebook data-এ ক্লিক করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করুন। এতে ফেসবুক কিছুটা সময় নিতে পারে, আর্কাইভ ফাইলটি প্রস্তুত হলে ফেসবুক আপনাকে মেইল করে জানিয়ে দেবে। এবার আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে চাইলে ফেসবুকে থাকা অবস্থায় www.facebook.com/help/delete_account ঠিকানায় ঢুকে Delete My Account-এ ক্লিক করুন। পরে পাসওয়ার্ড এবং ক্যাপচা ঢুকিয়ে OK চাপুন। অ্যাকাউন্টটি ১৪ দিনের মধ্যে স্থায়ীভাবে মুছে যাবে। এ সময়ের মধ্যে চাইলে আবার লগ-ইন করে অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধটি বাতিল করে দিতে পারবেন। যখন নিশ্চিত হবেন যে আপনি আসলেই আর ফেসবুক ব্যবহার করবেন না, শুধু তখনই অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলুন।
—মঈন চৌধুরী