বর্ণিল ব্যাগ

ছোট, জমকালো নকশার ব্যাগ বেছে নিন পার্টি সাজের সঙ্গে। মডেল: ইশানা ছবি: নকশা
ছোট, জমকালো নকশার ব্যাগ বেছে নিন পার্টি সাজের সঙ্গে। মডেল: ইশানা ছবি: নকশা

উৎসব মানেই একটু বাড়তি আকর্ষণ। সাজ-পোশাকটা অন্য সময়ের চেয়ে একটু তো আলাদা হবেই। আর হাতেও শোভা পাওয়া চাই উৎসবের মতো রঙিন একটি ব্যাগ। আকারে ছোট, নকশায় জমকালো, রঙে বাহারি পার্টি ব্যাগগুলোই এখনকার চলতি ফ্যাশন। পাশ্চাত্য ঘরানার ক্লাচ ব্যাগগুলোকে খুঁজে পাবেন এবার দেশীয় সাজে। এর সঙ্গে ফ্যাশনে ফিরে এসেছে ঐতিহ্যবাহী বটুয়া।
ফ্যাশন হাউস আড়ংয়ের নির্বাহী কর্মকর্তা তাসনিম হোসেন বলেন, ‘অনুষঙ্গে মানুষের রুচিবোধের পরিচয় পাওয়া যায়। ব্যাগ আভিজাত্য প্রকাশের তেমন একটি মাধ্যম। পোশাক আর সাজের সঙ্গে মানানসই একটি পার্টি ব্যাগেই ফুটে উঠবে আপনার ব্যক্তিত্বের ভিন্নমাত্রা। এদিকগুলো ভেবেই আড়ংয়ের সংগ্রহে এসেছেবিভিন্ন আকৃতি ও রঙের ক্লাচ ব্যাগ ও বটুয়া।’
ফ্যাশন হাউস অঞ্জনসের প্রধান নির্বাহী ও ডিজাইনার শাহীন আহমেদ বলেন, ‘ফ্যাশনে এখন রঙের জোয়ার। পোশাকের রঙের ছটা লেগেছে অন্যান্য অনুষঙ্গেও। আমরা পোশাকে ব্যবহূত দেশীয় মোটিফগুলোই তুলে ধরেছি ব্যাগে। দুপিয়ান, অ্যান্ডি সিল্কের মতো জমকালো কাপড়ে করা হয়েছে এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি, চুমকি-পুঁতি-লেইসের নকশা, যেগুলো মানিয়ে যাবে যেকোনো উৎসব আমেজের সঙ্গে।’
বাজারে পাওয়া যাচ্ছে বাহারি নকশা ও কাটের জমকালো পার্টি ব্যাগগুলো। চামড়া ও কাপড়—দুটো মাধ্যমেই রঙের উপস্থিতি আপনার নজর কাড়বে। মেরুন, লাল, সবুজ, বাদামি, কালো, সোনালি, রুপালি, গাঢ় নীল, তামাটে—নানা রঙেই রাঙানো হচ্ছে ব্যাগগুলোকে। পানপাতা আকৃতি, চার কোনা, গোলাকৃতি, বেলুন আকৃতি, তিন কোনা, কাঠের হাতলসহ ক্লাচ ও বটুয়া বৈচিত্র্য এড়িয়ে যাবে না আপনার সুনজর।
কোথায় পাবেন
আড়ংয়ে পাবেন বিভিন্ন আকৃতির পার্টি ব্যাগ। হলুদ, সবুজ, গোলাপি, লালের মতো বাহারি রঙের চামড়ার ব্যাগ আছে এখানে। ক্লাচ ব্যাগের দাম পড়বে ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা, বটুয়া এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা। মায়াসিরে পাবেন লেইস ও হাতের কাজের বেনারসি, সিল্ক, দুপিয়ান, তসরের তৈরি পার্টি ব্যাগ আড়াই থেকে তিন হাজার টাকায়। বাংলার মেলা, নগরদোলা, বিবিয়ানা, রঙ ও অঞ্জন’স তৈরি করছে নান্দনিক নকশার পার্টি ব্যাগ। দেশি দশে পাবেন এসব হাল ফ্যাশনের পার্টি ব্যাগ। দাম পড়বে ৩২০-৬৫০ টাকা। কাঠের কারুকাজময় হাতলঅলা ব্যাগও পাবেন এখানে। দাম পড়বে ৩৮০-৫৫০ টাকা। অ্যাপেক্সে পাবেন জুতার রং ও নকশার সঙ্গে মিল রেখে ক্লাচ ও পার্টি ব্যাগ। ব্যাগ পাবেন এক হাজার ৬৫০ থেকে পাঁচ হাজার ৯০০ টাকায়। ঢাকার নিউমার্কেট, চাঁদনি চক মার্কেট ও গাউসিয়া সুপার মার্কেটে পাবেন নানা ডিজাইনের চামড়া, জামদানি, কাতান, সিল্ক, মখমলের তৈরি ক্লাচ ব্যাগ বটুয়া। বটুয়ার দাম পড়বে ২২০-৭৫০ টাকা, ক্লাচ ব্যাগ ৩৫০-৮৫০ টাকায়। এ ছাড়াও রাপা প্লাজা, মেট্রো শপিং মল, অরচার্ড পয়েন্ট, সীমান্ত স্কোয়ার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের পার্টি ব্যাগ।
নিজেই বানাতে চাইলে
আপনি চাইলে নিজেও নিজের পার্টি ব্যাগখানি তৈরি করেও নিতে পারেন। পোশাকের কাপড়ের সঙ্গে মিলিয়ে আধা গজ কাপড় কিনে নিন। সিল্ক, দুপিয়ান, কাতান ও ভেলভেট কাপড় হলে ভালো হয়। এ ছাড়া লাগবে এক গজ পরিমাণ যেকোনো লেস আর একটি আঠা। প্রথমে একটি শক্ত ও মোটা কাগজ নিন। কার্টনের কাগজগুলো কাজে লাগাতে পারেন। আপনার পছন্দের একটি আকৃতিতে এঁকে এবার কেটে নিন। ব্যাগের মতো তিন ভাঁজ দিন। এবার পাতলা পলিথিনে কাগজটি মুড়ে নিন। প্রয়োজনে আঠা ব্যবহার করুন। এবারে চার কোণা করে দুপাশে একটু বাড়তি রেখে কাগজে কাপড় মুড়ে আঠা দিয়ে লাগিয়ে নিন। কিছু সময় অপেক্ষা করুন। শুকিয়ে এলে দুপাশ মুড়ে সেলাই করে নিন। ব্যাগের আকৃতি হয়ে গেল। এবারে লেস বসিয়ে সাজিয়ে তুলুন ব্যাগ। সবশেষে দুপাশের ওপরের মুখটা আটকাতে ভেলক্রো কিংবা চুম্বক বোতাম লাগিয়ে নিন।

আপনি চাইলে বটুয়াও তৈরি করতে পারেন। প্রথমে বটুয়ার নিচের অংশের জন্য গোল করে কাপড় কেটে নিন। এবার ব্যাগের জন্য গোল অংশটির চারপাশের মাপে এবার আয়তাকার করে আরও এক খণ্ড কাপড় কেটে নিন। গোল অংশটিকে ভারি করতে কাপড় কিংবা বকরম ব্যবহার করতে পারেন। এবারে একই রঙের সুতায় গোল কাপড়টির যেকোনো এক প্রান্ত থেকে আয়তাকার কাপড়টি লাগিয়ে শেষ প্রান্তে ফিরে আসুন। লেস ও নকশা লাগিয়ে দুপাশ জোড়া দিন। এবারে মুখটা মুড়ে দিয়ে তার ভেতরে একটা রঙিন ফিতা ভরে নিন। ফিতার দুপ্রান্তে গিঁট দিয়ে দিন। হয়ে গেল বটুয়া ।

লক্ষ করুন
পোশাকে জমকালো ভাব বেশি হলে ব্যাগ বেছে নিন অপেক্ষাকৃত কম কারুকাজের। পোশাকের রঙের সঙ্গে হুবহু ব্যাগের রং মেলানোর থেকে পোশাকের যেকোনো একটি রংকে গুরুত্ব দিন। আনারকলি ও লম্বা কামিজের সঙ্গে দেশি মোটিফের বটুয়া ভালো মানাবে। পাশ্চাত্য পোশাকের সঙ্গে বটুয়া নয় বরং ক্লাচ ব্যাগই বেছে নিন। শাড়ির সঙ্গে হাতলসহ ক্লাচ কিংবা বটুয়া দুটোই নিতে পারেন। যেকোনো পার্টি ব্যাগ হাতে নেওয়ার আগে আপনার হাতের সৌন্দর্যের দিকেও খেয়াল রাখতে ভুলবেন না।