বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১৭৫। ‘বরাঙ্গ’ শব্দের অর্থ কী?
ক. সুন্দর দেহ খ. বরের দেহ
গ. বীরের বসন ঘ. দীর্ঘ দেহ
সঠিক উত্তর: ক. সুন্দর দেহ।
১৭৬। ‘লোষ্ট্রাঘাত’ শব্দের অর্থ কী?
ক. পাথরের আঘাত খ. ঢিলের আঘাত
গ. ফুলের আঘাত. ঘ. গালিগালাজ
সঠিক উত্তর: খ. ঢিলের আঘাত
১৭৭। ‘রাহী’ শব্দের অর্থ কী?
ক. সাথি খ. মুসাফির
গ. পথপ্রদর্শক ঘ. বন্ধু
সঠিক উত্তর: খ. মুসাফির
১৭৮। ‘অরাতি’ শব্দের অর্থ কী?
ক. শত্রু খ. সাথি গ. পথিক ঘ. ঘাড়
সঠিক উত্তর: ক. শত্রু
১৭৯। কে শেষ পর্যন্ত হজরত (সা.) এর মৃত্যুশয্যার পাশে ছিলেন?
ক. হজরত ফাতিমা (রা..)
খ. হজরত আলী (রা..)
গ. হজরত আবু বকর (রা)
ঘ. হজরত উমর (রা)
সঠিক উত্তর: গ. হজরত আবু বকর (রা)
১৮০. ‘রুধিরাক্ত’ শব্দটির অর্থ কী?
i. রক্তাক্ত ii. রক্তে রঞ্জিত iii অরাতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও ii
১৮১। দুর্গম দীর্ঘপথ পার হয়ে তরুণ দল কিসের সন্ধানে রওনা হয়েছে?
ক. আলোর খ. সাফল্যের
গ. বিজয়ের ঘ. সমৃদ্ধির
সঠিক উত্তর: ক. আলোর
১৮২। দুরন্ত পথিক কীসের টানে ছুটতে লাগল? ক. প্রেমের টানে খ. মুক্তির টানে
গ. বাঁশির টানে ঘ. মরণের টানে
সঠিক উত্তর: গ. বাঁশির টানে
১৮৩। ‘ওদের পথ ভীতিসংকুল আর অনেক দূরে’—কে বলেছে?
ক. বিভীষিকা খ. দুষ্ট কণ্ঠ
গ. রাখাল ঘ. বৃদ্ধদের দলনেতা
সঠিক উত্তর: গ. রাখাল
১৮৪। দুরন্ত পথিক পথ চলছিল কীভাবে?
ক. বাঁশির সুর ধরে খ. বনের পথ ধরে গ. দূরের দিগ্বলয় দিয়ে
ঘ. আকাশের নিচে পথ দিয়ে
সঠিক উত্তর: ক. বাঁশির সুর ধরে
১৮৫। ‘নিজে মরে অন্যকে জাগানোতেই তোমার মৃত্যু চির-জাগ্রত অমর।’—কথাটি কার?
ক. দুরন্ত পথিকের খ. তরুণের
গ. মুক্ত আত্মার ঘ. মাথার খুলির
সঠিক উত্তর: গ. মুক্ত আত্মার
১৮৬। ‘কিন্তু এই জীবন দেওয়াটাই কি জীবনের সার্থকতা।’—‘দুরন্ত পথিক’ প্রবন্ধে এ কথা কে বলেছে?
ক. বিভীষিকা খ. বৃদ্ধ
গ. দুরন্ত পথিক ঘ. তরুণ
সঠিক উত্তর: গ. দুরন্ত পথিক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, পাবলিক কলেজ, ঢাকা