স্বদেশ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘স্বদেশ’ কবিতা থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো। এসো তাহলে, শুরুতে কবিতাটির মূলভাব জেনে নেওয়া যাক।
‘স্বদেশ’ কবিতার মূলভাব: নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। এই দেশের মাঠে মাঠে যেমন ফলে নানা ফসল, তেমনি রয়েছে অসংখ্য নদী। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জীবনযাত্রার বৈচিত্র্য ছোট্ট কিশোর মুগ্ধ চোখে দেখে। নদীর জোয়ার, নদীতীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি—সবকিছুই ছেলেটি মনের ভেতর ধরে রাখছে। মনোমুগ্ধকর স্বদেশের ছবি ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া-মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো:
কড়ি, জোয়ার, সারে সারে, চেনা, বেশ, টুকটুক, শিল্পী, পাখপাখালি, তুলি
উত্তর: কড়ি — একধরনের ছোট্ট সাদা ঝিনুক।
জোয়ার — চাঁদ ও সূর্যের আকর্ষণে ফুলে ওঠা নদী বা সাগরের পানি।
সারে সারে — সারি সারি।
চেনা — পরিচিত।
বেশ — পোশাক।
টুকটুক — সুন্দর, গাঢ়।
শিল্পী — চিত্রকর, যিনি ছবি আঁকেন, যিনি কোনো শিল্পকলার চর্চা করেন, তিনিই শিল্পী।
পাখপাখালি — নানা ধরনের পাখি।
তুলি — ছবি আঁকার বুরুশ।
প্রশ্ন: শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো:
জোয়ার, কড়ি, শিল্পী, টুকটুক,
পাখপাখালি, তুলি, বেশ
উত্তর: জোয়ার: জোয়ারের সময় সাগরের পানি ফুলে-ফেঁপে ওঠে।
কড়ি — প্রাচীনকালে এ দেশের লোকেরা কড়ি দিয়ে কেনাবেচা করত।
শিল্পী — জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্রশিল্পী।
টুকটুক — বড় ভাই মেলা থেকে ছোট বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনলেন।
পাখপাখালি — বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি।
তুলি — ছবি আঁকতে হলে রঙের সঙ্গে তুলিও দরকার।
বেশ — ঈদের দিন শিশুরা নানা বেশে সাজে।
প্রশ্ন: গ্রামবাংলার কোন ছবিটি আমাদের চেনা?
উত্তর: চিরসবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই দেশের গ্রামগুলো।
এই দেশের কোথাও অবারিত ফসলের মাঠ, কোথাও বন-পাহাড় আবার কোথাও বা আঁকাবাঁকা নদী, নদীর জোয়ার, নদীতে ভেসে চলা সারি সারি নৌকা। শস্য-শ্যামল আর নদী আঁকা গ্রামবাংলার এই ছবিটি আমাদের চেনা।
প্রশ্ন: কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?
উত্তর: সুজলা, সুফলা, শস্য-শ্যামল আমাদের এই বাংলাদেশ। এ দেশের মাঠে মাঠে ফলানো নানা ধরনের ফসল, গাছে গাছে পাখপাখালি আঁকাবাঁকা অসংখ্য বহতা নদী আর বন-পাহাড়ের অপরূপ সৌন্দর্যের ছবি শিল্পী রং-তুলি দিয়ে আঁকেন। শিল্পীর আঁকা এসব ছবি কখনো কখনো বিক্রি হয়। অনেক দাম দিয়ে অনেকে কিনে নেন। কিন্তু শান্ত-শ্যামল প্রকৃতির মনজুড়ানো ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। এই ছবি চোখ বুজে ও মনের মধ্যে অনুভব করা যায়।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল