বাবরি চুলের যত্নআত্তি

ছেলেদের লম্বা চুল মানেই যেন বোহিমিয়ান ভাব, চিটচিটে ময়লা চুলে একটা ঝুঁটি করে রাখা। তবে এ সময়ের কথা ভিন্ন, ফ্যাশন-সচেতন তরুণেরা এখন অনেকেই লম্বা চুলের স্টাইল পছন্দ করছেন। তবে খাটো চুলের তুলনায় লম্বা চুলের যত্নআত্তি যে একটু ভিন্ন হবে, এ তো বোঝাই যায়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রধান রাশেদ মোহাম্মদ খান বলেন, যাঁরা লম্বা চুল রাখতে চান, তাঁদের অবশ্যই চুলের যত্ন নেওয়া উচিত। অনেকের মাথায় খুশকি থাকে, তাঁরা ভালো মানের খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এ ছাড়া নিয়মিত মাথা আঁচড়ে রাখলেই বড় চুল ভালো থাকবে।

কোঁকড়া বা সাধারণ—দুই ধরনের চুলই বড় করে রাখা যেতে পারে। হেয়ারোবিক্সের ছেলেদের সৌন্দর্যবিষয়ক পরামর্শদাতা সাদীন মোহাম্মদ বলেন, সব ধরনের চুলই বড় রাখা যেতে পারে। তবে নিজের মুখের আকার বুঝে চুল বড় করা উচিত। এ ছাড়া বাইরে যাওয়ার আগে পোশাকের সঙ্গে মিলিয়ে বড় চুল সাজিয়ে নিতে পারেন। একদম লম্বা না করেও চুল কিছুটা বড় করে সেখানে নানা স্টাইল করা যেতে পারে।
চুল বড় করে লেয়ারস বা ব্যাংস কাট দেওয়া যেতে পারে। এই সময়ে এটা বেশ চলছে। কিশোর ছেলেরা ইমো কাটের মাধ্যমে বড় চুল সাজাতে পারে। যাঁদের চুল সোজা, তাঁরা ওয়েভি স্টাইল করাতে পারেন। এতে চুল অনেক ঘন দেখাবে। তবে স্টাইলটি করার আগে পারলারে গিয়ে একধরনের বিশেষ সেবা নিতে হবে, একে কেমিক্যাল ট্রিটমেন্ট বলে।
ভালো মানের শ্যাম্পু ব্যবহার করে নিয়মিত চুল ধোয়া উচিত। এতে চুল ঝরঝরে থাকবে। বড় চুলে চিরুনি করার সময় চুল আটকে ছিঁড়ে যেতে পারে। তাই সাবধানে চুল আঁচড়ানো উচিত।
চুল বড় হলে কাঁধের দুই পাশে ছড়িয়ে রাখতে পারেন। ছেলেদের চুল বেশ লম্বা হলে তা বিভিন্নভাবে স্টাইল করে রাখা যায়। চুলের ধরন সোজা অথবা কোঁকড়া যা-ই হোক, পনিটেল করে রাখলেও ভালো লাগে। পনিটেল ছাড়াও মাথার উপরিভাগে বেশ কিছু বেণি করে পেছনে বেঁধে রাখায় যায়। ইচ্ছে হলে রকস্টারদের মতো খোলা চুল ও বেণির সমন্বয় করে চুল ছেড়েও রাখা যায়। লম্বা চুলে মাথার দুই পাশে ক্লিপ দিয়ে আটকে রাখতে পারেন। এতে আলাদা হবে আপনার চুলের স্টাইল।