বাবা অবসরে বই পড়েন, পুতুল গান লেখেন

পুতুলের সঙ্গে বাবা শামসুল হক। ছবি: অধুনা
পুতুলের সঙ্গে বাবা শামসুল হক। ছবি: অধুনা

ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী পুতুল। তাঁর বাবা শামসুল হক। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আজ জানা যাক দুই প্রজন্মের এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. অবসরে...

পুতুল: বাসায় থাকাটাকে অবসর ধরে নিই। এই অবসরেও আমি গান নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু নিজে গান লিখি ও সুর করি, তাই বাসায় সারাক্ষণ লেখালেখি ও নতুন নতুন সুর নিয়ে ভাবতে থাকি।

বাবা: বই পড়ি। পত্রিকা পড়ি ও টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখি।

২. খেতে পছন্দ করি...

পুতুল: মায়ের হাতের খিচুড়ি। বাইরের খাবারের মধ্যে থাই খাবার পছন্দ।

বাবা: বাসায় তৈরি সব ধরনের খাবারই ভালো লাগে। তবে ভাত, সবজি ও ডাল বেশি ভালো লাগে।

৩. চা কিংবা কফি কোনটি প্রিয়?

পুতুল: চা বা কফি খুব একটা পান করা হয় না। মাঝেমধ্যে কফি খাওয়া হয়।

বাবা: সকাল-বিকেল দুই বেলায় চা পান করি।

৪. যা করতে ভালো লাগে...

পুতুল: মঞ্চে গান গাইতে সবচেয়ে ভালো লাগে।

বাবা: বিপদে কাউকে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে। এ ছাড়া সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারলেও ভালো লাগে।

৫. পছন্দের পোশাক...

পুতুল: শাড়ি বেশি প্রিয়। অনুষ্ঠানের ধরন বুঝে একেক সময় একেক পোশাক পরতে হয়।

বাবা: ফরমাল যেকোনো পোশাক। তবে অনুষ্ঠানভেদে পাঞ্জাবি-পাজামা পরতেও ভালো লাগে।

৬. বিরক্ত লাগে...

পুতুল: বাড়তি কথা ও সমালোচনা করা একেবারেই অপছন্দ।

বাবা: বিরক্ত খুব বেশি একটা হই না। তবে কেউ যখন মিথ্যা কথা বলে, তখন খুব বিরক্ত হই।

৭. সংগ্রহ করতে ভালো লাগে...

পুতুল: গানের সিডি সংগ্রহ করার পাশাপাশি প্রচুর জুতা সংগ্রহ করার অভ্যাস আছে। দেশের বাইরে যেখানেই যাই, সেখান থেকেই জুতা নিয়ে আসি। বলতে পারেন জুতার একটা বড় সংগ্রহশালা হয়ে গেছে।

বাবা: গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের সব ধরনের জিনিসপত্র সংগ্রহ করি।

৮. রেগে গেলে...

পুতুল: রেগে গেলে চুপ হয়ে যাই। তবে আমি যখন রেগে যাই, কাউকে বিষয়টি বুঝতে দিই না।

বাবা: আমি খুবই ধৈর্যশীল মানুষ। খুব একটা রেগে যাওয়ার অভ্যাস নেই।

৯. প্রযুক্তির ওপর যতটা নির্ভরশীল...

পুতুল: খুব বেশি না। প্রয়োজনের তাগিদে যা দরকার তা করতে হয়।

বাবা: একদমই না।

১০. বেড়াতে ভালো লাগে...

পুতুল: গানের জন্য দেশে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় গেছি। তবে আমার কাছে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে ভালো লাগে।

বাবা: প্রকৃতি আমাকে সব সময় টানে। আর তাই বেড়ানোর ক্ষেত্রে কক্সবাজার, বিশেষ করে চট্টগ্রাম শহরটা খুব ভালো লাগে। আর ঢাকায় হাতিরঝিল।

১১. প্রিয় সংগীতশিল্পী...

পুতুল: বাংলা গানের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা ও আদর্শ মৌসুমী ভৌমিক। তাঁর সবকিছুই আমার ভালো লাগে।

বাবা: দেশে ফিরোজা বেগম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ এবং দেশের বাইরে হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব পছন্দ। আর মেয়ের কণ্ঠেও রবীন্দ্র-নজরুলসংগীত শুনতে খুব ভালো লাগে।

সাক্ষাৎকার: মনজুর কাদের