বাসের ড্রাইভারকে উদ্বুদ্ধ করার উপায়

কার্টুন
কার্টুন

বাসের ড্রাইভাররা প্রায়ই অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য জায়গায় জায়গায় বাস থামায়। আর একবার বাস থামালে ছাড়তেই চায় না। যাত্রীরা চিৎকার করে ‘কী হইল ভাই, যান না ক্যান?’, ‘বহুত লোক হইছে, এবার যান’, ‘ওই ড্রাইভার, আর কত লোক উঠাইবা? যাও এইবার’ এমন অনেক কথাই বলে। কিন্তু ড্রাইভারদের কানে কোনো কথাই যায় না। তারা এক জায়গায় থেমে থাকে। তাই বাসের ড্রাইভারকে কীভাবে বাস চালাতে উদ্বুদ্ধ করা যায়, ভেবে দেখেছে রস+আলো।

উদ্দীপনামূলক গান পরিবেশন
নৌকাবাইচে মাঝিদের দ্রুত নৌকা চালাতে উৎসাহ দেওয়ার জন্য গান গাওয়া হয়। বাসেও এই পদ্ধতি চালু করা যেতে পারে। ড্রাইভারের উদ্দেশে যাত্রীরা সবাই মিলে রক্ত গরম করা উদ্দীপনামূলক গান গাইতে পারে। এতে উদ্দীপ্ত হয়ে ড্রাইভার বারবার না থেমে একটানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে।
বাস ছাড়িয়া দে...গেট লাগাইয়া দে...তরতরাইয়া চলুক রে বাস মাঝ রাস্তা দিয়া...চলুক মাঝ রাস্তা দিয়া...হই...
চালা শামসু, আইজকা থামাথামি নাই! চালা!

গণতান্ত্রিক পদ্ধতি
বাসের যাত্রী ও কর্মচারী অর্থাৎ ড্রাইভার ও হেলপারদের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতি চালু করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এতে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে বাস থামানো বা চালানো হবে।
সম্মানিত যাত্রী ও ড্রাইভার-হেলপার ভাই, গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে ৭৮-২ ভোটে জয়ী হয়েছে বাসের যাত্রী পরিষদ। অতএব, আপনারা জায়গায় জায়গায় বাস না থামিয়ে কইষা টান দিবেন।
ঠিকাছে। আমি তো রাজনীতিবিদ না যে ‘নির্বাচন মানি না’ বইলা বাস থামাইয়া বইসা থাকুম। আমি সবার মতকে সম্মান জানাইয়া বাস আগাইয়া নিমু! নিলাম ইস্টার্ট, সঙ্গেই থাকুন।

বাংলা সিনেমার নায়কপদ্ধতি
বারবার বলার পর বাস না ছাড়ায় হঠাৎ কেউ একজন বাংলা সিনেমার নায়কের মতো জ্বালাময়ী সংলাপ দিতে পারে। অনেক ড্রাইভারই বাংলা সিনেমার ভক্ত, সে ক্ষেত্রে তারা সংলাপে মুগ্ধ হয়ে বাস চালানো শুরু করতে পারে।
ড্রাইভার সাহেব, মনে রাখবেন, আপনিও একদিন যাত্রী হবেন। তখন কোথায় থাকবে আপনার ওই দম্ভ? কোথায় থাকবে স্টিয়ারিং হুইল? আমি নেমে যাচ্ছি, একদিন এই আমাকেই আপনি ডেকে ডেকে বাসে ওঠাবেন।

আয় হায় কয় কী! কী ডায়লগ দিল এইডা? এর পরেও আমি বাস থামাই কেমনে? ওই কাদের! গেটে খাড়া! স্টার্ট দিতাছি।

দরখাস্ত লিখনপদ্ধতি

সব যাত্রীর পক্ষ থেকে বাসের ড্রাইভারের উদ্দেশে আবেগঘন দরখাস্ত লিখে বাস চালানোর আবেদন করা যেতে পারে।

বরাবর মাননীয় ড্রাইভার...লোকাল সিটিং পরিবহন...বিষয় দ্রুত বাস চালানোর আবেদন...জনাব, আমরা অত্র বাসের সাধারণ যাত্রী। আপনি যেভাবে পয়েন্টে পয়েন্টে বাস থামিয়ে লোক ওঠাচ্ছেন... আজ্ঞা হয়।

এত বছর ধইরা

গাড়ি চালাই, কেউ আমারে এমন কইরা রিকুয়েস্ট করে নাই! আমি রাজি, আপনারা যা কইবেন, তা-ই হইব!

টক শো-পদ্ধতি

টিভিতে টক শো দেখলেই অনেকে চ্যানেল বদলে ফেলেন। ড্রাইভার বারবার বাস থামালে বাসের ভেতরেই যাত্রীরা উদ্যোগী হয়ে ড্রাইভারের কানের কাছে টক শো শুরু করতে পারে। এতে বিরক্ত হয়ে ড্রাইভার বাস চালানো শুরু করলেও করতে পারে।

এই ড্রাইভার জনগণের ড্রাইভার নয়। এই ড্রাইভার সঠিকভাবে বাস চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে...

মিথ্যে কথা! এই ড্রাইভার কোন আমলে ড্রাইভিং শিখেছে? বিরোধী দল যখন ক্ষমতায় ছিল...

ভাই, আপনারা থামেন! ইশ্, এর চেয়ে তো ট্রাকের হর্ন শোনাও ভালো! আমার শিক্ষা হইছে।

কবিতাপদ্ধতি

বাসে অনেক ধরনের যাত্রীর মধ্যে আধুনিক কবিরাও থাকেন। বাস থামিয়ে বসে থাকা ড্রাইভারকে উদ্দীপ্ত করতে এমন আধুনিক কবিকেও নিয়োগ দেওয়া যেতে পারে।

ড্রাইভার ভাই, যাত্রীদের মধ্যে একজন আধুনিক কবিও আছেন। আপনি তাঁর কিছু কবিতা শুনে দেখেন। বসেই তো আছেন।

হে চালক, কত বালিকা-বালক, ছাত্র-শিক্ষক-ছাত্রী, পাত্রপাত্রী, তোমারই বাসের যাত্রী, স্টার্ট লও, তুমি স্টার্ট লও...

অক্ষন

বাস ছাড়তাছি। আপনে কবিরে থামতে কন।

ভিডিও-পদ্ধতি

ড্রাইভারকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু ড্রাইভারের উচ্চগতির ড্রাইভিং দেখানো যেতে পারে। এতে আগ্রহী হয়ে হয়তো সেও বসে না থেকে বাস চালানো শুরু করবে।

ভাই, আপনি কী এমন দেখালেন যে ড্রাইভার এমন টান দিল?

তেমন কিছু না। শুধু ফর্মুলা ওয়ান রেসিংয়ের একটা ভিডিও দেখিয়ে বলেছিলাম, দেখেন, ড্রাইভার কারে কয়...

রিয়েলিটি শো-পদ্ধতি

রিয়েলিটি শোতে প্রতিযোগীরা দর্শকদের কাছে সুন্দরভাবে ভোট চায়। তাদের কথায় মুগ্ধ হয়ে দর্শকেরা হাজার হাজার এসএমএস করে। একইভাবে বাসের ড্রাইভারকে বাস চালাতে অনুরোধ করলে সে নিশ্চয় তা অগ্রাহ্য করতে পারবে না।

সম্মানিত ড্রাইভার, বাসের যাত্রীরা যদি আপনার হূদয়ে একটুও দোলা দিয়ে থাকে, যাত্রীদের আচরণ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ, প্লিজ, প্লিজ—আপনি জায়গায় জায়গায় না থেমে আমাদের গন্তব্যে পৌঁছে দিন।

প্রশংসাপদ্ধতি

প্রশংসা শুনতে সবাই ভালোবাসে। তাই একটু পর পর ড্রাইভারের প্রশংসা করতে হবে। এতে খুশি হয়ে ড্রাইভার বাস চালাবে।

ওয়াও ভাইয়া! আপনি এত সুন্দর বাস চালান! কী সুইট! আমি আর কাউকে এত সুন্দর করে বাস চালাতে দেখি নাই।

বস, আপনে তো কঠিন চালান! কেমনে পারেন বস? এই রাস্তায় আপনি যেভাবে বাসটা চালাচ্ছেন...

মানে কী বলব! আমি তো পুরা মুগ্ধ।