বাড়ি যাওয়ার স্ট্যাটাস

কদিন পরই ঈদে বাড়ি যাচ্ছেন? বাড়ি যেতে যেতে কী করবেন আপনি? ফেসবুকে অন্তত একটা স্ট্যাটাস তো দেবেন নিশ্চয়ই? কিন্তু বছর বছর একই স্ট্যাটাস আর কত? তাই রস+আলো কিছু স্ট্যাটাস ভেবেছে। ব্যবহার করে দেখতে পারেন। 

.
.

প্রত্যয়নপত্র স্টাইল
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে ....................................... একজন সুনাগরিক। তাঁর ঠিকানা: গ্রাম/শহর:............................, উপজেলা:......................., জেলা:....................................।
আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। কোনো ধরনের দেশবিরোধী কাজে তিনি লিপ্ত নাই। আজ সকালে/দুপুরে/বিকেলে/রাতে তিনি বাস/ট্রেনযোগে বাড়ি যাচ্ছেন। আমি তাঁর যাত্রার মঙ্গল কামনা করি।
মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপন স্টাইল
হাই ফ্রেন্ডস! আজ আমি বাড়িতে যাওয়ার স্ট্যাটাস দিচ্ছি অমুক কোম্পানির তমুক প্যাকেজ ইউজ করে। চাইলে তোমরাও বান্ডল অফারটি লুফে নিতে পারো। ৫ টাকায় ৫ জিবি ইন্টারনেট, ৫ মিনিট টকটাইম এবং ৫টি এসএমএস। মেয়াদ ৫ মিনিট!

.
.

ইত্যাদি স্টাইল
এই মুহূর্তে ফেসবুকের ভেতরের ও বাইরের, দেশ ও বিদেশের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের স্ট্যাটাস। সবার সঙ্গে আড়ি, যাচ্ছি আমি বাড়ি...!
বাংলা সিনেমা স্টাইল
মা, মা, আমি বাড়িতে যাওয়ার টিকিট পেয়েছি। তবে দ্বিগুণ দামে!
মা: আজ তোর বাবা বেঁচে থাকলে টিকিট কালোবাজারকারীদের হাত ভেঙে দিত...!
অনলাইন পত্রিকা স্টাইল
এ কোথায় চলে যাচ্ছেন অমুক! (দেখুন ভিডিওসহ)
দৃঢ়প্রতিজ্ঞ কবি স্টাইল

টিকিট পাই বা না পাই...বাড়ি আজ যাবই!

ব্রেকিং নিউজ স্টাইল
এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, ................. গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করেছেন। পথিমধ্যে তাঁর সফরসঙ্গী হচ্ছেন তাঁর কাছের তিন বন্ধু। কোথায় যাচ্ছেন—জিজ্ঞেস করলে তাঁরা উত্তরে বলেন, ‘ফিরে যাচ্ছি নাড়ীর টানে।’ অবশ্য ‘নাড়ী’ বানানে ‘র’ হবে নাকি ‘ড়’, সেটা তাঁরা পরিষ্কার করে কিছু বলেননি!

.
.

সরকারদলীয় স্টাইল
সরকার সব রাস্তা ঠিক করেছে। এর আগের কোনো সরকার এত ভালো কাজ করে নাই। এরপরও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি আগেভাগেই বলে যাচ্ছি, এগুলো সব বিরোধীদলীয় চক্রান্ত। দেশকে খাদের কিনারে নিয়ে যাওয়ার জন্য এটা তাদের গভীর ষড়যন্ত্র। আমরা কোনোভাবেই তা বরদাশত করব না।

বিরোধীদলীয় স্টাইল
ইশ্! রাস্তাঘাটের কী শ্রী! এই সরকার দেশটাকে যা-তা বানিয়ে ফেলেছে। মানুষ আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারছে না। আমরা ক্ষমতায় এলে সবাইকে নিজ দায়িত্বে নিরাপদে বাড়িতে পৌঁছে দেব! ফ্যাসিবাদী এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। সংগ্রামী বন্ধুগণ, ঈদ শেষে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে!

হিন্দি সিরিয়াল স্টাইল
আমি আজ... (পরবর্তী লাইন ২০২০ সালের ঈদে!)

পিথাগোরাসের উপপাদ্য স্টাইল
সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রমাণ করো যে আজ আমি বাড়ি যাচ্ছি!

টিভির ঈদ অনুষ্ঠানমালা স্টাইল
আগামীকাল আমাকে গ্রামের বাড়িতে দেখতে পাবেন বাংলাদেশ সময়... ইউএস সময়... সংযুক্ত আরব আমিরাত সময়...।