বা ং লা ১ ম প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-২৫
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সময়ের প্রয়োজনে
২০. মুক্তিযোদ্ধার খাতাটা বাঁধানো কেমন ছিল?
ক. কালো রঙের মলাটে খ. হলুদ রঙের মলাটে
গ. লাল রঙের মলাটে ঘ. ধূসর রঙের মলাটে
উত্তর: গ. লাল রঙের মলাটে
২১. খাতার পাতায় লেখার ধরন কেমন ছিল?
ক. কাঁচা হাতের কাটাকাটি,
খ. মেয়েলি হাতের গোটা গোটা,
গ. মুক্তার মতো ঝরঝরে
ঘ. স্পষ্টাক্ষরে বড় বড়
উত্তর: খ. মেয়েলি হাতের গোটা গোটা
২২. ‘একদিন যারা আমাদের অংশ ছিল’ বাক্যটিতে কাদের সম্পর্কে বলা হয়েছে?
ক. রাজাকার আলবদরদের, খ. পাকিস্তানিদের,
গ. ভারতীয়দের, ঘ. মুক্তিযোদ্ধাদের
উত্তর: খ. পাকিস্তানিদের
২৩. কারা ওখানে ঘাঁটি পেতেছে?
ক. শত্রুরা, খ. মুক্তিযোদ্ধারা
গ. হানাদারেরা, ঘ. রাজাকারেরা
উত্তর: ক. শত্রুরা
২৪. এক জোড়া লাল চোখ কার?
ক. হানাদারের, খ. মুক্তিযোদ্ধার,
গ. ক্যাম্প কমান্ডারের ঘ. রাজাকারের
উত্তর: গ. ক্যাম্প কমান্ডারের
২৫. ‘সময়ের প্রয়োজনে’ গল্পের কাহিনি কীভাবে উপস্থাপিত হয়েছে?
ক. লেখকের জবানিতে খ. গল্পচ্ছলে
গ. প্রত্যক্ষদর্শীর বর্ণনায়
ঘ. একজন মুক্তিযোদ্ধার জবানিতে
উত্তর: ঘ. একজন মুক্তিযোদ্ধার জবানিতে
২৬. জমাট বাঁধা রক্ত দেখতে কিসের মতো ছিল?
ক. বরফের মতো
খ. মাংসপিণ্ডের মতো
গ. আলকাতরার মতো ঘ. পুডিংয়ের মতো
উত্তর: ঘ. পুডিংয়ের মতো
২৭. অসংখ্য মানুষ কিসের মতো ছুটছিল?
ক. ইঁদুরের মতো, খ. পিঁপড়ের মতো,
গ. পশুর মতো, ঘ. পঙ্গপালের মতো
উত্তর: খ. পিঁপড়ের মতো
তথ্যপ্রযুক্তি
১। ভয়েজার মহাকাশযানের কম্পিউটারটি কেমন ধরনের?
ক. খুবই সাধারণ খ. মোটামুটি
গ. অতি আধুনিক ঘ. অসাধারণ
উত্তর: ক. খুবই সাধারণ
২। ফাইবার অপটিক্সে তথ্য হিসেবে যে আলো যায় সে আলো কেমন?
ক. অবলাল খ. আপতিত আলো
গ. দৃশ্যমান ঘ. অবতল
উত্তর: ঘ. অবতল
৩। ফাইবার অপটিক্সে আলো কীভাবে যায়?
ক. আলো হিসেবে খ. তরঙ্গ হিসেবে
গ. কম্পন হিসেবে ঘ. বৈদ্যুতিক সংকেত হিসেবে
উত্তর: খ. তরঙ্গ হিসেবে
৪। তথ্য যোগাযোগের একটি প্রযুক্তি কোনটি?
ক. ডিসিডি প্লেয়ার খ. ভিসিডি
গ. ফাইবার অপটিক্স ঘ. ভিডিও রেকর্ডার
উত্তর: খ. ভিসিডি
৫। তথ্যপ্রযুক্তির পেছনে কোন যন্ত্রটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. টেলিভিশনের খ. কম্পিউটারের
গ. ফাইবার কেবেলর ঘ. টেলিফোনের
উত্তর: খ. কম্পিউটারের
৬। তথ্যপ্রযুক্তির বিপ্লবে কোন যন্ত্রটি কাজ করছে?
ক. কি-বোর্ড খ. অ্যানালগ কম্পিউটার
গ. ডিজিটাল কম্পিউটার ঘ. সফটওয়্যার
উত্তর: গ. ডিজিটাল কম্পিউটার।
৭। পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞানের নেতৃত্ব দিতে হলে কোন বিপ্লবে অংশ নিতে হবে?
ক. সামাজিক বিপ্লবে খ. তথ্যপ্রযুক্তি বিপ্লবে
গ. অর্থনৈতিক বিপ্লবে ঘ. শিল্পবিপ্লবে
উত্তর: খ. তথ্যপ্রযুক্তি বিপ্লবে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা