বি জ্ঞা ন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

মাসুক হেলাল
মাসুক হেলাল

অধ্যায়-১
১। শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?
ক. বর্গ খ. গোত্র গ. গণ ঘ. প্রজাতি
উত্তর: ঘ. প্রজাতি
২. বর্তমানে আবিষ্কৃত প্রাণীপ্রজাতির সংখ্যা কত?
ক. ১০ লাখ খ. ১৫ লাখ
গ. ২০ লাখ ঘ. ২৫ লাখ
উত্তর: খ. ১৫ লাখ
৩। শ্রেণীবিন্যাসের জনক কে?
ক. জন রে খ. থিওফ্রাস্টাস
গ. অ্যারিস্টটল ঘ. ক্যারোলাস লিনিয়াস
উত্তর: ঘ. ক্যারোলাস লিনিয়াস
৪. অ্যানিম্যালিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
ক. সাতটি খ. আটটি গ. নয়টি ঘ. ১০টি
উত্তর: গ. নয়টি
৫। কোন পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত?
ক. নিডারিয়া খ. পরিফেরা
গ. নেমাটোডা ঘ. অ্যানিলিডা
উত্তর: খ. পরিফেরা
৬। কোনটি শিখা কোষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে
ক. ফিতা কৃমি খ. কেঁচো কৃমি
গ. আরশোলা ঘ. ফাইলেরিয়া কৃমি
উত্তর: ক. ফিতা কৃমি
৭. কোনটি মলাসকা পর্বের প্রাণী?
ক. কাঁকড়া খ. জোঁক গ. ঝিনুক ঘ. তারা মাছ
উত্তর: গ. ঝিনুক
৮. স্কাইফা ও হাইড্রা উভয়ই—
i. বহুকোষী ii. সর্বত্র দেখা যায়
iii. সুগঠিত তন্ত্রবিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৯। কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?
ক. অ্যানিলিডা খ. আর্থ্রোপোডা
গ. মলাসকা ঘ. একাইনোডারমাটা
উত্তর: ঘ. একাইনোডারমাটা
১০। কোনটিতে হিমোসিল উপস্থিত?
ক. কেঁচো খ. জোঁক
গ. আরশোলা ঘ. তারা মাছ
উত্তর: গ. আরশোলা
১১. কোন পর্বের প্রাণীর পানি সংবহনতন্ত্র থাকে?
ক. নেমাটোডা খ. আর্থ্রোপোডা
গ. মলাসকা ঘ. একাইনোডারমাটা
উত্তর: ঘ. একাইনোডারমাটা
১২। নেমাটোডা পর্বের বৈশিষ্ট হলো—
i. এরা উভলিঙ্গ ii. পৌষ্টিকনালি সম্পূর্ণ
iii. শ্বসনতন্ত্র অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii

# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ব্যবহারিক ক্লাসে অর্পা একটি প্রাণী পর্যবেক্ষণ করল, যার দেহত্বক কাঁটাযুক্ত এবং অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় না। অন্যদিকে, স্বপ্না আরেকটি প্রাণী পর্যবেক্ষণ করল, যার দেহ নলাকার ও খণ্ডায়িত। পরবর্তী ক্লাসে স্বপ্না অন্য আরেকটি প্রাণী পর্যবেক্ষণ করল, যার সন্ধিযুক্ত উপাঙ্গ ও মাথায় একজোড়া পুঞ্জাক্ষি আছে।
১৩। অর্পার পর্যবেক্ষণকৃত প্রাণীটি কোন পর্বের?
ক. একাইনোডারমাটা থ. আর্থ্রোপোডা
গ. অ্যানিলিডা ঘ. নেমাটোডা
উত্তর: ক. একাইনোডারমাটা
১৪। স্বপ্নার পর্যবেক্ষণকৃত প্রাণী দুটির মধ্যে সাদৃশ্য হলো—
i. দেহ নলাকার ii. দেহ খণ্ডায়িত
iii. দেহ কাইটিন দ্বারা আবৃত
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: খ. ii
১৫। প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি
ক. নেমাটোডা খ. অ্যানিলিডা
গ. আর্থ্রোপোডা ঘ. মলাসকা
উত্তর: গ. আর্থ্রোপোডা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল