বি জ্ঞা ন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১৬. কোন পর্বের প্রাণীর দেহ শক্ত খোলস দ্বারা আবৃত?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. নেমাটোডা ঘ. মলাসকা
উত্তর: ঘ. মলাসকা
১৭। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
ক. তিনটি খ. পাঁচটি গ. সাতটি ঘ. নয়টি
উত্তর: গ. সাতটি।
১৮। কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: খ. তিনটি
১৯। কোনটি স্তন্যপায়ী?
ক. কুমির খ. দোয়েল গ. সাপ ঘ. উট
উত্তর: ঘ. উট
২০। কোনটির ত্বক শুষ্ক ও আঁশযুক্ত?
ক. কাক খ. বাঘ গ. টিকটিকি ঘ. কুনোব্যাঙ
উত্তর: গ. টিকটিকি
২১। কোনটির কঙ্কাল ও তরুণাস্থিময় এবং দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত?
ক. কেঁচো খ. পেট্রোমাইজন
গ. হাঙর ঘ. অ্যামিবা
উত্তর: গ. হাঙর
২২. কোনটি অবীয় প্রতিসম প্রাণী?
ক. হাইড্রা খ. কেঁচো
গ. আরশোলা ঘ. তারা মাছ
উত্তর: ঘ. তারা মাছ
২৩। কর্ডাটা পর্বের উন্নত উপপর্ব হলো
i. ইউরোকর্ডাটা ii. সেফালোকর্ডাটা
iii. ডার্টিব্রাটা
কোনটি সঠিক? ক. ii খ. iii
গ. i ও ii ঘ. i ও iii. উত্তর: খ. iii.