ব্যাটারি গিলে ফেললেও সমস্যা নেই!

ব্যাটারি গিলে ফেললেও ক্ষতির আশঙ্কা কম থাকবে
ব্যাটারি গিলে ফেললেও ক্ষতির আশঙ্কা কম থাকবে

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রকৌশলীরা শিশুদের জন্য নিরাপদ ব্যাটারি তৈরি করেছেন। গবেষকেরা দাবি করেছেন, তাঁরা ব্যাটারির ওপরে যে বিশেষ কোটিং ব্যবহার করেছেন, তাতে এ ব্যাটারি শিশুরা গিলে ফেললেও কোনো ক্ষতি হবে না।
শিশুরা হাতের কাছে যা পায় তাই মুখে দেয় আর তাই খেতে শুরু করে। অনেক সময় শিশুরা হাতের নাগালে থাকা ছোটখাটো জিনিসের পাশাপাশি ব্যাটারিও খেয়ে ফেলতে পারে। এর পর শুরু হয় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি আর এক রাজ্যের দুশ্চিন্তা। যদিও অধিকাংশ সময় এ ধরনের ব্যাটারি শিশুদের নাগালের বাইরে রাখারই পরামর্শ দেওয়া হয়।
এ প্রসঙ্গে গবেষকেরা বলেন, বোতামসদৃশ ছোট ব্যাটারি খেয়ে ফেলার কারণে প্রতিবছর হাজারো দুর্ঘটনা ঘটতে দেখা যায়, যার মধ্যে কিছু মারাত্মক দুর্ঘটনাও ঘটে। কিন্তু এ ব্যাটারিতে ব্যবহৃত কোটিং কেবল চাপ দিলেই বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে, অন্য সময় এটি নিরাপদ।
পিএনএএস সাময়িকীতে এই ব্যাটারির কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড উইমেনস হাসপাতালের বায়োমেডিকেল প্রকৌশলী জেফ কার্প বলেন, ব্যাটারির তাপ নিরোধক অবস্থাটি বেশ জটিল। কারণ, ব্যাটারি গিলে ফেললে তা ভিজে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এবং মৃত্যু ঘটাতে পারে। 

গবেষকেরা তাঁদের তৈরি কোটিংযুক্ত ব্যাটারি ও সাধারণ ব্যাটারি নিয়ে পরীক্ষা চালিয়ে দেখেছেন, ২৫ ঘণ্টা পেটে থাকলে সাধারণ ব্যাটারি গলে যায় কিন্তু তাঁদের তৈরি ব্যাটারি ঠিকঠাক থাকে।
গবেষকেরা ভবিষ্যতে ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।