যুক্তরাষ্ট্রের এক নগরীতে ভাইরাসের কারণে সৃষ্টি হয় মহামারি। আর এই ঘাতক ভাইরাসের আক্রমণে মৃত্যুর মিছিলে যুক্ত হতে থাকে অসংখ্য মানুষ। প্রাণ নিয়ে বাঁচতে নগর থেকে পালাতে থাকে তারা। এ সময়ে অপরাধীরাও সক্রিয় হয়ে ওঠে। অপরাধীদের দৌরাত্ম্যে ও ভাইরাসের আক্রমণে নগরীর স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়তে থাকে। মহামারির এমন ভয়াল থাবা থেকে বাঁচাতে হবে নগরীকে। ফিরিয়ে দিতে হবে নাগরিকদের বিশ্বাস, আস্থা আর মৌলিক সুবিধা। এমনই এক কাহিনি নিয়ে গড়ে উঠেছে টম ক্ল্যান্সির ‘দ্য ডিভিশন’ গেমটি। থার্ড পারসন শুটিং ঘরানার গেমটি এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন ফোর এবং পিসির জন্য বাজারে আনে ইউবি সফট। মুক্তির পরপরই মাল্টিপ্লেয়ার মোডের ভিডিও গেমটি এ ধরণের গেমপ্রেমীদের নজর কেড়েছে।
ভাইরাস নির্মূল এবং অপরাধী চিহ্নিত করার দায়িত্ব আসে মার্কিন গোয়েন্দা বিভাগের ওপর। তাই গেমে আপনাকে গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তার ভূমিকায় খেলতে হবে। খুঁজে বের করতে হবে সব খারাপ কাজের হোতা এবং ভাইরাসের উৎস। সেই সঙ্গে বিনাশ করতে হবে ঘাতক ভাইরাসের পুরো বংশধরদের। সার্বিক সব ধরনের সহযোগিতায় থাকবে সেনাবাহিনীর চৌকস গোয়েন্দা দল। শত্রুর সঙ্গে লড়তে হাতে পাবেন তিনটি আগ্নেয়াস্ত্র, বোমা এবং মাইন ব্যবহারের সুবিধা। ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সব সময় মুখোশ ব্যবহার করতে হবে। এক ধাপ শেষ করলে তবেই যেতে পারবেন পরের ধাপে। ভাইরাস নির্মূলের জন্য আপনি প্রস্তুত তো?
খেলতে যা লাগবে
প্রসেসর: ইন্টেল কোর আই-৫ ২৪০০ অথবা এএমডি এফএক্স-৬১০০
গ্রাফিকস কার্ড: এনভিডিয়া জি-ফোর্স জিটিএক্স ৭৬০ অথবা এএমডি রেডিয়ন এইচডি ৭৭৭০
র্যাম: ২ গিগাবাইট
ডিরেক্টএক্স: ১১
হার্ডডিস্ক: ৪০ গিগাবাইট ফাঁকা জায়গা