মানসম্পন্ন ভিডিও করার নতুন প্রযুক্তি পণ্য
ছবি ও ভিডিও ধারণের সময় ক্যামেরা বা মুঠোফোন স্বয়ংক্রিয়ভাবে স্থির রাখতে গিম্বল ব্যবহার করা হয়। তবে বিক্রয়োত্তর সেবা না থাকায় বিভিন্ন ব্র্যান্ডের গিম্বল কিনে প্রতারিত হন অনেকেই। সমস্যা সমাধানে জনপ্রিয় ঝিউন ব্রান্ডের গিম্বল ও অন্যান্য পণ্যে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে স্মার্ট টেকনোলজিস।
এ বিষয়ে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘চিত্রগ্রাহক ও ভিডিও ধারণকারীদের চাহিদার কথা চিন্তা করে দেশে অত্যাধুনিক প্রযুক্তির ঝিউন পণ্য বাজারজাত শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। বিক্রয়োত্তর সেবা পাওয়ার জন্য ঝিউন পণ্য কেনার সময় বিক্রয়োত্তর সেবার স্মার্ট স্টিকার দেখে কেনার অনুরোধ জানাচ্ছি।’
সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশে এনেছে ঝিউনের ‘ক্রেন এম৩’ মডেলের গিম্বল। সর্বাধুনিক প্রযুক্তির এই গিম্বল মিররলেস ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা ও স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করা যায়। স্পর্শনির্ভর পর্দার গিম্বলটিতে স্বয়ংক্রিয়ভাবে আলো ও অ্যাপ নিয়ন্ত্রণের সুবিধাও পাওয়া যাবে। ‘গিম্বল স্মুথ ৫’ মডেলের আরও একটি গিম্বল এনেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের উপযোগী সর্বাধুনিক প্রযুক্তির গিম্বলটিতে রয়েছে সেলফি লাইট ও অ্যাপ নিয়ন্ত্রণের সুবিধা।
গিম্বলসহ ঝিউন ব্রান্ডের যেকোনো প্রযুক্তিপণ্য স্মার্ট টেকনোলজিসের যেকোনো প্রদর্শনী কেন্দ্রে পাওয়া যাবে। এ ছাড়া গেজেট অ্যান্ড গিয়ার এবং অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকেও এসব পণ্য কেনা যাবে।