
কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইমরান। তাঁর মা সেলিনা হক, একজন গৃহিণী। আজকের দুই প্রজন্মে জানা যাক এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।১. কোন ধরনের গান পছন্দ?
ইমরান: মেলোডিয়াস গান আমার বেশি পছন্দ। বিশেষ করে বাংলা আধুনিক গান।
মা: লোকসংগীতের বিশেষভাবে দুর্বল আমি। বাংলা আধুনিক গানও আমার পছন্দ।
২. কোন ধরনের পোশাক ভালো লাগে?
ইমরান: চেক শার্ট, টি-শার্ট ও জিনস আমার পছন্দের পোশাক। শীতকালে জিনস টি-শার্ট তো থাকেই, তার ওপর ব্লেজার পরতে ভালো লাগে।
মা: দেশি সুতির শাড়ি পরতে ভালোবাসি। বিশেষ করে টাঙ্গাইল শাড়ি।
৩. সংবাদপত্রে সবার আগে যে খবর পড়া হয়?
ইমরান: বিনোদন পাতার খবরই পড়তে ভালো লাগে।
মা: পত্রিকার পাতায় সহিংসতার খবর দেখতে একটুও ভালো লাগে না। আর বিনোদন পাতার খবর পড়া হয় এখন।
৪. কোথায় ঘুরতে বেশি পছন্দ?
ইমরান: দেশের মধ্যে কক্সবাজার আর বাইরে থাইল্যান্ডের পাতায়া আমার পছন্দের জায়গা।
মা: গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সুজান দোওয়াল গ্রামে ঘুরতে আমার ভালো লাগে। সেখানে ঘুরতে গেলে যে কয়েক দিন থাকি, খুবই ভালো সময় কাটে।
৫. রেগে গেলে কী করেন?
ইমরান: রাগ হলে বেশি উত্তেজিত হয়ে যাই। যাঁর ওপর রাগ হয়, তাঁর সঙ্গে এমন ব্যবহার করি, যাতে তিনি বুঝতে পারেন, আমি রাগ করেছি।
মা: রেগে গেলে চুপ হয়ে যাই। একা একা থাকি। তবে বেশিক্ষণ রাগ থাকে না।
৬. বারবার দেখতে ইচ্ছা করে যে সিনেমা...
ইমরান: বাংলাদেশের মরণের পরে, বলিউডের কাভি খুশি কাভি গাম ও হলিউডের টাইটানিক বারবার দেখতে ইচ্ছা করে।
মা: ময়নামতি, নীল আকাশের নিচে, আরাধনা, বধূ বিদায় ও সারেং বউ—এসব সিনেমা অনেকবার দেখেছি। এখনো বারবার দেখতে ইচ্ছা করে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন