মেধাবীদের নিয়ে প্রতিযোগিতা
তথ্যপ্রযুক্তি খাতের মেধাবীদের বাংলাদেশে শুরু হচ্ছে বিশ্বমানের প্রতিযোগিতা। বাংলা বিজনেস পার্টনার (বিপিপি) জাপানের উদ্যোগে এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) সহযোগিতায় চলবে প্রতিযোগিতা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং কম্পিউটার প্রকৌশলীরা অংশ নিতে পারবেন ‘আইটি ট্যালেন্ট কনটেস্ট ২০১৪’ শিরোনামের প্রতিযোগিতায়। প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে জাপানের তথ্যপ্রযুক্তি খাতে কাজের সুযোগ করে দেওয়া হবে। পর্যায়ক্রমে নির্বাচিত মেধাবী প্রকৌশলীদের জাপান, কানাডা ও যুক্তরাষ্ট্রে থাকা জাপানি প্রতিষ্ঠানে নিয়োগের ব্যবস্থা করা হবে। কাজে যোগ দেওয়ার আগে প্রত্যেকেই ছয় মাস মেয়াদী একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে পারবেন।গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত উপস্থাপন করেন বিপিপি জাপানের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি। তিনি বলেন, ‘বাংলাদেশের মেধাবী কম্পিউটার প্রকৌশলীদের জন্য আন্তর্জাতিক মানের কর্মক্ষেত্র নিশ্চিত হবে এই প্রতিযোগিতার মাধ্যমে।’ ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, প্রত্যেক দেশের উন্নয়নের জন্য জাতীয় পর্যায়ে কিছু কাজ করতে হয়; এটা তেমনই একটি প্রতিযোগিতা। যার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোতে দক্ষ লোকের কাজের সুযোগ সৃষ্টি হবে।
২০ জানুয়ারি থেকে জমা দেওয়া যাবে আবেদনপত্র। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে চারটি ধাপে। প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। সব পরীক্ষাই অনুষ্ঠিত হবে ঢাকার পান্থপথে ডিআইআইটির মূল ক্যাম্পাসে। বিস্তারিত:www.banglait.biz। —মো. রাফাত জামিল