মোবাইলে যেভাবে ভিডিও করবেন

নতুন মোবাইল ফোন হাতে নিয়েই ছবি তুলতে কিংবা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। স্মার্টফোনের নবিশ চিত্রগ্রাহকরা তাঁর হ্যান্ডসেটটি ঠিকমতো ধরলে উন্নতমানের ভিডিও করতে পারবেন। সম্প্রতি মোবাইল ফোন কীভাবে ধরতে হবে তা নিয়ে হাফিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গবেষকেদের পরামর্শ হচ্ছে ভিডিও করার সময় অবশ্যই মোবাইল ফোনটি অনুভূমিক ভাবে বা আড়াআড়ি ধরবেন।
মোবাইলে ভিডিও ধারণ করার এই সূত্রটি খুবই সহজ। কিন্তু এই নিয়মটিই অনেকেই বার বার ভুলে যান। ইউটিউব বা অন্য কোনো ভিডিও হোস্টিং সাইটে ওয়াইড ফরম্যাটের ভিডিও ভালো দেখা যায়। ফোন যখন সোজাসুজি ধরে ভিডিও করা হয় তখন ভিডিওর বিষয়বস্তুর চারপাশের অনেক বিষয় বাদ পড়ে যায়। পরে ভিডিও দেখা হলে দুই পাশে কালো দাগ দেখা যায়।