
১
পরীক্ষায় কিছু পারেন না, কড়া গার্ড পড়েছে। পরীক্ষকদের ম্যানিকিন চ্যালেঞ্জছুড়ে দিন।

২
রাস্তা পার হতে হবে দ্রুত, কিন্তু হুসহাস করে ছুটছে গাড়ি। আছে ম্যানিকিন চ্যালেঞ্জ।

৩
দিন ছোট মনে হচ্ছে? সূর্যকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিন। দিন বড় হতে বাধ্য।

৪
কোনো বাচাল বন্ধুর মুখ বন্ধ রাখতে এই চ্যালেঞ্জ হবে অব্যর্থ দাওয়াই।

৫
জঙ্গলে হিংস্র প্রাণীর সামনে পড়লে গুলি নয়, ম্যানিকিন চ্যালেঞ্জ ছুড়ে দিন।

৬
আকাশের পাখি দেখে একটু ধরে দেখতে ইচ্ছে করলে ম্যানিকিন চ্যালেঞ্জ দিন, ব্যস!
গ্রন্থনা: আবু সাঈদ