ম্যাল্টিপ্ল্যানে টিপি-লিংক ডিসপ্লে সেন্টার

টিপি-লিংক ডিসপ্লে সেন্টার উদ্বোধন
টিপি-লিংক ডিসপ্লে সেন্টার উদ্বোধন

গ্রাহক সুবিধা বাড়াতে এবং টিপি লিংকের নেটওয়ার্কিং পণ্য প্রদর্শনের জন্য রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চালু হয়েছে টিপি-লিংক এবং এইচ আইকে ভিশন ডিসপ্লে সেন্টার।

মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল ৩ এর ৩০২-৩০৩ নম্বর দোকানে সম্প্রতি ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেছেন টিপি-লিংক এবং এইচ আইকে ভিশনের পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

টিপি লিংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিসপ্লে সেন্টার থেকে টিপি-লিংক এবং এইচ আইকে ভিশনের ব্যবহারকারীদেরকে আরও বেশি তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে। টিপি লিংক সংশ্লিষ্ট তথ্যের জন্য এখানে আসতে পারবেন গ্রাহকরা।