যে ফোনে ৮ জিবি র্যাম

এর আগে নিশ্চয়ই স্যামসাংয়ের ফোনে ৬ জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের কথা শুনেছেন। কিন্তু স্যামসাংকে টেক্কা দিতে চীনের লিইকো তাদের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ৮ জিবি র্যাম যুক্ত করার ঘোষণা দিয়েছে। আগামী মাসে লি ২ এস নামে ওই ফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। অ্যাপলের আইফোন ৭ যেদিন উদ্বোধন করা হবে, একই দিন অনুষ্ঠান করে লি২ এস ফোনটি উদ্বোধন করবে লিইকো।
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট গিজচায়নার তথ্য অনুযায়ী, লি ২ এস ফোনটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর ও ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি। সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে ২ দশমিক ৫ ডি বাঁকানো গ্লাস থাকবে।
বাজার বিশ্লেষকেরা বলেন, চীন হচ্ছে বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজার। সেখানে বিপণন কৌশল হিসেবে ফোনের ফিচারগুলোকে কাজে লাগানো হয়। এর মধ্যে র্যাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং চীনের বাজারে বেশি র্যাম দিয়ে ফোন আনার ঘোষণা দিয়েছে। চীনে গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনে ৬ জিবি র্যাম যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাংকে টেক্কা দিতে আরও ২ জিবি র্যাম বাড়িয়ে দিল লিইকো। তথ্যসূত্র: বিজিআর।