রবির কিরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম

নিজ নামের সার্থকতা কি সবাই রাখতে পারেন? সবাই পারেন না, কেউ কেউ পারেন। রবি তাঁদেরই একজন। রবি তাঁর সৃজনশীলতার কিরণ ছড়িয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নানা ক্ষেত্রে। সেটা বিতর্ক হোক কিংবা হোক না সেটা সাহিত্য-সংস্কৃতির কোনো আয়োজন। এর বাইরে গত ২৯ জুন বাংলাদেশ থেকে ‘তরুণদের দূত’ হয়ে রবি গিয়েছিলেন জাপান। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলামের বেড়ে ওঠা বাগেরহাট জেলার মোরেলগঞ্জে। পড়াশোনা করেছেন এসি লাহা পাইলট স্কুল, খুলনা সেন্ট যোসেপস হাইস্কুল, সরকারি সুন্দরবন কলেজের পাট শেষ করে নোঙর ফেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে।দিনে দিনে লেখার হাতও কিন্তু বেশ পাকিয়েছেন রবি। কিন্তু লেখালেখির শুরু কীভাবে? রবির কথায় শোনা যাক সে গল্প, ‘বাবার হাত ধরে শৈশবেই লেখালেখিতে হাতেখড়ি আমার। বাবা কবিতা লিখতেন। আবৃত্তি করতেন। আর মা পাঠক হয়ে উৎসাহ জুগিয়েছেন সব সময়। শুধু লেখালেখি নয়, নিজে সম্পাদনা করেছেন শিশুদের সমস্যা ও ভাবনা নিয়ে ঝুমঝুমি, সাহিত্য পত্রিকা অতিক্রান্ত।’রবি তখন কেবল একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এই পুঁচকে বয়সেই ‘ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স’ খুলনা অঞ্চলের জন্য তাঁকে সভাপতি নির্বাচিত করে। যে টাস্কফোর্সের কাজ ছিল খুলনা অঞ্চলের শিশুদের সমস্যা ও শিশু নির্যাতন রোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করা। রবি সে কাজ করেছেন সফলতার সঙ্গে। পুুরস্কারের ঝুলিও কিন্তু বেশ বড় গোছের। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় আবৃত্তি আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে প্রথম পুরস্কার পেয়েছিলেন, তা এখনো ভুলতে পারেননি রবি। ছোটবেলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দখলে ছিল শীর্ষ স্থান। খুলনা বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছেন পর পর দুই বছর। যে স্মৃতি রবির দরজায় কড়া নাড়ে বারবার, তা শোনা যাক রবির মুখেই, ‘২০০৪ সালে সপ্তম বাংলাদেশ ও চতুর্থ সার্ক জাম্বুরিতে এক হাজার ২০০ দলের মধ্যে ৩০টি দলকে জাতীয় মান দেওয়া হয়। এর মধ্যে আমি যে স্কুলের “সিনিয়র পেট্রোল লিডার” ছিলাম, সেই স্কুলের অবস্থান ছিল শীর্ষ তিনে।’

ইতিমধ্যে রবি খুলনা বিশ্ববিদ্যালয়ে গঠন করেছেন বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘অন্নেষ’। আর স্বপ্ন দেখেন পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে সে বিষয়েই কাজ করার।