শিশির ভট্টাচার্য্যের চোখে, ২০১৫ সালের আলোচিত ৫

ওয়াসফিয়ার জন্যে ছড়া
লুৎফর রহমান রিটন
ওয়াসফিয়া গো ওয়াসফিয়া
ইয়ে তুমনে ক্যায়া কিয়া?
মেয়ে হয়েও এভারেস্টকো
পায়ের তলায় দাবা দিয়া!
কীর্তি তোমার বিশ্ববাসী দেখল অবাক বিস্ময়ে
সপ্তশৃঙ্গ জয় করেছ, কী মনোরম দৃশ্য এ!
শাবাশ মেয়ে শাবাশ
কূপমণ্ডূক অন্ধকারকে
এমনি করেই দাবাস।

শাবাশ নায়ক
আনিসুল হক
নড়াইলের চিত্রা নদী বর্ষাকালে বিস্ফারিত
ওই ছেলেটা দুষ্টু ভীষণ ঘূর্ণি জলে ঝাঁপ মারিত।
বাইক নিয়ে ঘুরত শহর সঙ্গে হাওয়া ঘুরত যা,
সেই হাওয়াটা বিশ্বজুড়ে হাঁকছে—‘নায়ক মুর্তজা!’
হাঁটুর কাছে জখম ভারি সাতটি ভীষণ সার্জারি
তবুও ছেলে ছুটছে ভীষণ মাঠে শাসন তার জারি।
১৬ কোটির স্বপ্ন ছিল করছে ছেলে মূর্ত যা
আমরা বলি—শাবাশ নায়ক মাশরাফি বিন মুর্তজা!

জাহিদ, তুমিই বাংলাদেশ
রোমেন রায়হান
অধরা কণাকে ধরা সোজা নয়, মাথাটাথা লাগে খাটানো
বোঝা হয়ে গেছে এই সব কাজে আমাকে হয়নি পাঠানো।
ধরা যায় যেটা সেটাই ধরি না, অধরাকে তাই খুঁজি না
ভরহীন কণা ফার্মিয়নের নাম শুনি, কিছু বুঝি না।
আমরা মূর্খ, মণি খুঁজে ফিরি গোখরা সাপের ফণাতে
আমাদের ছেলে জাহিদের মন ভরহীন ছোট কণাতে।
যেমন খুঁজেছে সত্যেন বোস, পৃথিবী হয়েছে ধন্য
জাহিদের বুকে আরও বেশি কিছু বাংলাদেশের জন্য।
যেই ভরহীন কণা খুলে দেবে সম্ভাবনার দ্বারকে
সেই কণা খুঁজে পেয়েছে জাহিদ। ওর মতো পারে আর কে!
চোখে জল আনে জাহিদ হাসানের সফলতা ভরা দৃশ্য
জাহিদের কাজে বাংলাদেশকে চিনে ফেলে পুরো বিশ্ব।
ধন্য জাহিদ ধন্য তোমায়, ধন্য তোমার চেষ্টা
জাহিদ হাসান আলাদা কেউ না, জাহিদই বাংলাদেশটা।

আমিই রাজন-খুনি!
অনিক খান
জন্মহারের হিসাব নিয়ে চিন্তা কি কেউ করে?
জন্মে রোজই দামাল ছেলে বীর বাঙালির ঘরে!
তারাই ফলায় সোনার ফসল, কেউ বিদেশে পড়ে
বিজ্ঞানী হয়, আবিষ্কারক, কত্ত কিছু গড়ে!
বাইশ গজের লড়াই তারা বাঘের মতো লড়ে
বিশ্ব-ক্রিকেট ভুগছে ওদের ‘ধবল ধোলাই’ জ্বরে!
তবু কিছুই ভাল্লাগে না চোখ থেকে জল পড়ে
ফুলের কলি কত্ত রাজন ফোটার আগেই ঝরে!
ঘরের ভেতর জুজুর ভয়ে লুকিয়ে কাঁদি ‘ডরে’
তাই আমিও খুনি! রাজন—আমার হাতেই মরে!

আস্ত ‘চিজ’ মুস্তাফিজ
মাহফুজ রহমান
কাটার তো নয় ভেলকি যেন, ব্যাটসম্যানেরা খাবি খায়
রাঘব–বোয়াল হয় মরিয়া, সাফল্যের ওই চাবি চায়।
সাতক্ষীরার এই লাজুক ছেলে মাঠে নেমেই দুরন্ত
ফাস্ট বোলারের ভীষণ খরা করল শেষে পূরণ তো।
সুন্দরবন পাশেই ছিল, ছিল বাঘের গর্জনও
সেসব থেকেই করল বুঝি এত সাহস অর্জন ও!
বাঘের বাচ্চা, সোনার ছেলে—বিশেষণের ভান্ডারই
খোলাই আছে, তাই তো তাঁকে বলি নতুন কান্ডারি।
বিশ্ব এখন ভালোই জানে সেই ছেলেটা আস্ত ‘চিজ’
বাংলাদেশের নতুন নায়ক, নামটি তাঁহার মুস্তাফিজ।