
সঠিক প্রশ্নোত্তর অংশ-১৭
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৭
১০। কোন মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়?
ক. স্ত্রী অ্যানোফিলিস খ. পুরুষ অ্যানোফিলিস
গ. কিউলেক্স ঘ. এডিস
উত্তর: ঘ. এডিস
১১। বাতজ্বরের লক্ষণ কী?
ক. বমি হওয়া খ. মাথাব্যথা
গ. হাত-পায়ের গিঁটে ব্যথা
ঘ. নাক দিয়ে পানি পড়া
উত্তর: ঘ. নাক দিয়ে পানি পড়া
১২। রোগীর রক্ত ও লালা পরীক্ষা করে কোন রোগের সংক্রমণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়?
ক. সোয়াইন ফ্লু খ. গোঁদ রোগ
গ. ডেঙ্গুজ্বর ঘ. বাতজ্বর
উত্তর: ঘ. বাতজ্বর
১৩। কোন রোগের চিকিৎসায় অবহেলা করলে হূৎপিণ্ড ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে?
ক. জন্ডিস খ. বাতজ্বর গ. এইডস ঘ. টাইফয়েড
উত্তর: খ. বাতজ্বর
১৪। কোন রোগের কারণে ঘন ঘন জ্বর ও গলাব্যথা, দেহের ওজন কমতে থাকে?
ক. বাতজ্বর খ. জ্বর গ. টাইফয়েড ঘ. সোয়াইন ফ্লু
উত্তর: ক. বাতজ্বর।
১৫। শিশুর জন্মের ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে কী বলা হয়?
ক. শৈশব খ. বাল্যকাল গ. বয়ঃসন্ধিকাল ঘ. যৌবন
উত্তর: খ. বাল্যকাল
১৬। বয়ঃসন্ধিকালে অনেক ছেলেমেয়ে ঘাবড়ে যায় কেন?
ক. দ্রুত লম্বা হয় বলে খ. ওজন বৃদ্ধি পায় বলে
গ. শারীরিক পরিবর্তন হয় বলে
ঘ. বড়রা বকা দেয় বলে
উত্তর: গ. শারীরিক পরিবর্তন হয় বলে
১৭। কখন ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন দেখা যায়?
ক. শৈশবকালে খ. বাল্যকালে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. পূর্ণবয়স্ককালে
উত্তর: গ. বয়ঃসন্ধিকালে
১৮। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কখন?
ক. ৮-১০ খ. ১০-১৪ গ. ৮-১৩ ঘ. ৯-১২
উত্তর: গ. ৮-১৩।
১৯। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কখন?
ক. ১০-১৫ খ. ১৫-১৮ গ. ১৮-১৯ ঘ. ১১-১৬
উত্তর: ক. ১০-১৫
২০। বাতজ্বর হলে কী করতে হবে বলে তুমি মনে করো?
ক. খাবার খেতে হবে খ. স্যালাইন খেতে হবে
গ. ডাক্তারের পরামর্শ নিতে হবে
ঘ. অপেক্ষা করতে হবে
উত্তর: গ. ডাক্তারের পরামর্শ নিতে হবে।
অধ্যায়-৮
১. বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে কী তৈরি হয়?
ক. নীহারিকা খ. নক্ষত্র গ. মহাবিশ্ব ঘ. সৌরজগৎ
উত্তর: গ. মহাবিশ্ব
২. কোথায় অসংখ্য নক্ষত্র আছে?
ক. সৌরজগতে খ. ছায়াপথে গ. গ্রহে ঘ. উপগ্রহে
উত্তর: খ. ছায়াপথে
৩. চাঁদ, সূর্য, তারা—এগুলো একনামে তুমি কী বলবে?
ক. গ্রহ খ. নক্ষত্র গ. জ্যোতিষ্ক ঘ. নীহারিকা
উত্তর: গ. জ্যোতিষ্ক
৪. সূর্যের প্রধান উপাদান কোনটি?
ক. হাইড্রোজেন ও নাইট্রোজেন খ. হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ও হিলিয়াম
ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম
উত্তর: ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল