শিশু বয়সের স্মৃতি কখন হারিয়ে যায়

ছোটবেলায় কত আনন্দে ছিলাম। হেসেখেলে দিন কাটাতাম। আরও কত কী করতাম। ছোটবেলার স্মৃতি মনে করতে গিয়ে অনেকে এ পর্যন্ত গিয়েই থেমে যান।
অধিকাংশ পূর্ণবয়স্ক মানুষই জীবনের প্রথম কয়েক বছর বয়সের স্মৃতি মনে করতে পারেন না। সময়ের স্রোতে ওই স্মৃতিগুলো কখন হারিয়ে গেছে তা-ও মনে করা যায় না।
শিশু থেকে বড় হওয়ার সময় মানুষ ধীরে ধীরে ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করে। পূর্ণবয়স্ক হয়ে অনেকেই কয়েকটি ভাসা ভাসা স্মৃতি ছাড়া প্রায় সবই ভুলে যান। গবেষকদের দাবি, মানুষের মধ্যে শিশুকালের স্মৃতি ভুলে যাওয়া শুরু হয় সাত বছরের কাছাকাছি সময়ে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এমোরি কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের একদল গবেষক ৮৩ শিশুর স্মৃতি ভুলে যাওয়ার সময় নিয়ে গবেষণা করেন। গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী মেমোরি।
গবেষণায় দেখা যায়, এক বছর আগে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিও ভালোভাবে মনে করতে পারে তিন বছর বয়সী শিশুরা। সাত বছর পর্যন্ত ওই স্মৃতি মনে থাকে ৬৩ থেকে ৭২ শতাংশ। সাত বছরের পর পরই শিশুদের মধ্যে ওই স্মৃতি ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায়, যা বয়স বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে। গবেষকেরা দেখেন, আট থেকে নয় বছর বয়সী একটি শিশু তিন বছরের স্মৃতির মাত্র ৩৫ শতাংশ মনে করতে পারে। এর কারণ সাত বছর বয়সের পর মানুষের স্মৃতি তৈরি হওয়ার পদ্ধতি পরিবর্তন হতে থাকে। টেলিগ্রাফ।