সব ঠিকাছে ব্রো!

শিল্পী: ডিজে ঝাউলা ফিচারিং আউলা চৌধুরী
ধরন: দেশাত্মবোধ ও মেটাল রকের ফিউশন
প্রকাশক: ব্রোকেন রেকর্ডস

.
.

‘সবচেয়ে কষ্টের চিন্তাগুলোই আমাদের মধুরতম গান।’—পার্সি বিশি শেলি, ইংরেজ কবি
সম্প্রতি মুক্তি পাওয়া সব ঠিকাছে ব্রো অ্যালবামের গানগুলো শুনতে শুনতে ইংরেজ কবি শেলির ওই কথাটি মনে পড়ে গেল। অ্যালবামের ছয়টি গানের আড়ালে খুঁজে পাওয়া যায় কষ্টের উঁকিঝুঁকি। কিন্তু এই কষ্টের গানগুলোই বড় মধুর! বিশেষ করে শিল্পী আউলা চৌধুরীর অসাধারণ গায়কি আপনাকে সুরের সাগরতলে নিয়ে যাবে। ভয় নেই, সাঁতার না জানলেও সেই সাগরে আপনি ডুবে যাবেন না। কারণ, আউলার সঙ্গে দুর্দান্ত কম্পোজিশনে ছিলেন ডিজে ঝাউলা। তাঁর সৃষ্ট মিউজিকের ঝংকারে আপনি আবার পৃথিবীর মাটিতে পা রাখতে বাধ্য হবেন!
মজার ব্যাপার হলো, এই অ্যালবামের প্রতিটি গানের কথা একই—সব ঠিকাছে ব্রো! মাত্র তিনটি শব্দ দিয়েই যে অসাধারণ সুরের মূর্ছনা তাঁরা সৃষ্টি করেছেন, তা এক কথায় অশ্রুতপূর্ব। তবে অনেক সমালোচকের দাবি, এই একই কথার গান নাকি আগেও বহুবার হয়েছে। সেসব সমালোচকের প্রতি সম্মান রেখেই বলছি, গানের কথা একই হলেও সুর তো নতুন! দেশাত্মবোধের গানের সঙ্গে আউলা ও ঝাউলা জুটি যেভাবে মেটাল রকের ‘ঘুটা’ দিয়েছেন, তা চেয়ে দেখার মতো! অতএব সমালোচনা করার আগে পুরোনো কথার নতুন গানগুলো মন দিয়ে শুনুন। শুনলে আপনিও বলতে বাধ্য হবেন, ‘সব ঠিকাছে ব্রো!’