প্রশ্ন :
তথ্যের কোনো পরিবর্তন ছাড়া পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল তৈরির কোনো কনভার্টার আছে? রুমন ঘোষ, রাউজান পৌরসভা, চট্টগ্রাম।
উত্তর: পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল তৈরির সময় অনেক সময় শব্দ বা বাক্য ভেঙে যাওয়ার পাশাপাশি শব্দ উল্টাপাল্টা হয়ে যায়।
তথ্যের কোনো পরিবর্তন ছাড়া পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল তৈরির জন্য বেশ কিছু কনভার্টার পাওয়া যায়, যার মধ্যে নিট্রো প্রো, অ্যাডোবি অ্যাক্রোব্যাট প্রো অন্যতম। এগুলো কিনে ব্যবহার করতে হবে।
পরামর্শ দিয়েছেন—
রাকিবুল হাসান
সফটওয়্যার প্রকৌশলী