আজ সোমবার থেকে অনলাইনে জুম প্ল্যাটফর্মে শুরু হয়েছে এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজিস (অ্যাপরিকট) সম্মেলন। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশে বড় পরিসরে আয়োজনের কথা থাকলেও করোনার কারণে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এ প্রযুক্তি সম্মেলন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত এ সম্মেলন চলবে ৩ মার্চ পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবির জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম জানান, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহায়তায় ঢাকায় একটি অত্যাধুনিক নেটওয়ার্ক প্রশিক্ষণ ল্যাব তৈরি করছে আইএসপিএবি। এই ল্যাবের মাধ্যমে রাউটিং, সুইচিং এবং ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অব সার্ভিস (ডিডিওএস) শীর্ষক সাইবার হামলা ঠেকানোর প্রযুক্তি শেখানো হবে। আইএসপিএবির সদস্যদের প্রকৌশল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অ্যাপরিকটের সঙ্গে নিয়মিত অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাপরিকট সম্মেলনের চেয়ার ফিলিপ স্মিথ। আরও বক্তব্য দেন আইএসপিএবির পরিচালক সাকিফ আহমেদ, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপিনিক) পলিসি চেয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঞা।

সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে আইএসপিএবির নির্বাহী পরিচালক মাহমুদ শাহেদ বলেন, আন্তর্জাতিক এ সম্মেলনের পাশাপাশি সদস্যদের প্রশিক্ষণ দিতে কর্মশালা ও সেমিনারেরও আয়োজন করা হয়েছে। নেটওয়ার্ক অপারেশন, ইন্টারনেটের নিরাপত্তা, সাইবার হামলা প্রতিরোধবিষয়ক এসব কর্মশালায় ৯৭টি দেশের প্রকৌশলীরা অংশ নিয়েছেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।