সাত সাগর আর তেরো নদী পেরিয়ে

পুরোনোকে নতুন করে জানার মধ্যেও একটা আনন্দ আছে। মাঝেমধ্যে পুরোনো গেমগুলো খেলতে গেলে একধরনের ভালোলাগা পেয়ে বসে। এ রকম একটা ভালোলাগার গেমস ১৭০১ এডি। উচ্চপ্রযুক্তিনির্ভর গেমসের যুগে যদিও এর কনফিগারেশন অনেকটা হাস্যকর। তার পরও একধরনের ভালোলাগা আছে পুরো গেমে।
গেমটিতে গেমার ছুটে যেতে পারেন দূর থেকে দূরান্তরে। শুধু সাহসকে পুঁজি করে খুঁজে বেড়াতে পারেন নতুন নতুন জায়গায়। ফলে অজানাকে নতুন করে জানতে অ্যাস্পায়ার মিডিয়া তৈরি করেছে কম্পিউটার গেমস ১৭০১ এডি। গেমসের সময়কাল ধরে কাঠের তৈরি জাহাজ ভাসিয়ে দিতে হবে গেমারকে অজানার উদ্দেশে। সাত সমুদ্র তেরো নদী পার হয়ে গেমারকে বিভিন্ন জায়গায় জাহাজ ভিড়িয়ে ব্যবসা-বাণিজ্য করতে হবে। এর সঙ্গে সেই সব স্থানের রাজনীতি, সংস্কৃতি—সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, যাতে করে তার লক্ষ্য পূরণ করতে পারে।
হাজার হাজার বর্গমাইলজুড়ে গেমসের জায়গা নির্ধারণ করা হয়েছে। এক রাজ্য থেকে আরেক রাজ্যের দূরত্ব কয়েক হাজার মাইল। আর তাই কোনো রাজ্যে ব্যবসা করতে চাইলে গেমারকে এই বিশাল দূরত্ব অতিক্রম করে তবেই সেখানে ব্যবসা করতে হবে। আর রাজ্যটিতে ব্যবসা করে সেখান থেকে মালামাল গেমারের নিজের রাজ্যে বহন করে নিয়ে আসতে হবে এই বিশাল পথ অতিক্রম করেই। নির্বাচন করতে হবে নতুন নতুন দ্বীপ এবং সেখানে বসবাসের সুযোগ-সুবিধাসহ সবকিছু। এ তো গেল স্থান নির্বাচনের পালা। ঘরবাড়ি বানানো হয়ে গেলে আপনাকে নজর রাখতে হবে প্রজারা ঠিকমতো বসবাস করতে পারছে কি না, ঠিকমতো রিসোর্স সংগ্রহ করা হচ্ছে কি না ইত্যাদি। এখানেই শেষ নয়, বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করার জন্যও আপনাকে নজর রাখতে হবে—ঠিক কোন কোন জিনিস নিয়ে আপনি বাণিজ্য করবেন, অন্যান্য রাজ্য থেকে কোন জিনিসটি আপনি কিনবেন, বাজারে কোন পণ্যের চাহিদা বেশি ইত্যাদি অসংখ্য দিকে নজর রাখতে হবে।
তাই অন্যান্য স্ট্র্যাটেজিক গেমের তুলনায় এই গেমে অন্যরকম মজা পাওয়া যায়। ফলে সব মিলিয়ে বেশ নজর দিয়ে খেলতে হবে গেমারকে। গেমসের গ্রাফিকস ও শব্দশৈলী মোটামুটি ধরনের।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর : পেন্টিয়াম থ্রি
ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
র্যাম: ১২৮ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ভিডিও র্যাম
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক: ৩০০ মেগাবাইট খালি জায়গা