সায়াহ্ন মানে সন্ধ্যা

শূন্যস্থান পূরণ  অংশ-৪

প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’।

অধ্যায়-৩
১১. সায়াহ্ন মানে —।
উত্তর: সন্ধ্যা।
১২. হিন্দুধর্ম — বিশ্বাস করে।
উত্তর: আত্মায়।
১৩. প্রত্যেক জীবের মধ্যে — আছে।
উত্তর: আত্মা।
১৪. পাপ হচ্ছে — কাজের ফল।
উত্তর: খারাপ।
১৫. পুণ্য হচ্ছে — কাজের ফল।
উত্তর: ভালো।
১৬. দেবতাদের বাসস্থান —।
উত্তর: স্বর্গ।
১৭. দেবতাদের রাজা —।
উত্তর: ইন্দ্র।
১৮. ইন্দ্রের রাজধানীর নাম —।
উত্তর: অমরাবতী।
১৯. মোক্ষ শব্দের অর্থ —।
উত্তর: মুক্তি।
২০. কর্মফল ভোগ করার জন্য জীবের — হয়।
উত্তর: পুনর্জন্ম।
২১. যাঁরা মোক্ষলাভ করতে চান, তাঁরা কখনো অপরের — করেন না।
উত্তর: ক্ষতি।
২২. হিন্দুধর্মের প্রধান ধর্মগ্রন্থ —।
উত্তর: বেদ।
২৩. যা অরণ্যে রচিত তা —।
উত্তর: আরণ্যক।
২৪. পুরাণ শব্দটির সাধারণ অর্থ —।
উত্তর: প্রাচীন।
২৫. মূল পুরাণ — খানা।
উত্তর: ১৮।
২৬. — শুনে বনের পশুরাও হিংসা ভুলে গেল।
উত্তর: হরিনাম।
২৭. ধ্রুব ভক্তি করে — প্রণাম করল।
উত্তর: শ্রী হরিকে।
২৮. শ্রীমদভগবদগীতা মহাভারতের — একটি অংশ।
উত্তর: ভীষ্মপর্বের।
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর ভগিনী নিবেদিতাকে নাম দিয়েছিলেন —।
উত্তর: লোকমাতা।
৩০. মাদারীপুর ছিল—একটি বিখ্যাত কেন্দ্র।
উত্তর: বিপ্লবীদের।
৩১. মার্গারেটকে শান্তি দেয় — ধর্মমত।
উত্তর: বেদান্তের।
৩২. মার্গারেট — শিষ্যত্ব গ্রহণ করেন।
উত্তর: স্বামীজির।
৩৩. ব্যক্তিজীবনে নিবেদিতা ছিলেন ভারতীয় — প্রতীক।
উত্তর: নারী জীবনের।
৩৪. নিত্যকর্মের ফলে — শেখা যায়।
উত্তর: নিয়মানুবর্তিতা।
৩৫. আত্মার — নেই।
উত্তর: মৃত্যু।
৩৬. মার্গারেটকে শান্তি দেয় — ধর্মমত।
উত্তর: বেদান্তের।

সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল