উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমটিতে চাইলেই নিজের পছন্দমতো স্ক্রিনের আকার পরিবর্তন করা যায়। স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে সেটিংস চালু হলেও পরিবর্তনের সুযোগ মিলবে। এ জন্য প্রথমে একসঙ্গে Windows এবং ‘I’ কী চেপে সেটিংস অ্যাপ চালু করতে হবে। এবার অ্যাপ চালু হলে System অপশনে নির্বাচন করে Scale & Layout সেকশনের নিচে থাকা Scale-এ ক্লিক করতে হবে।
Custom scaling অপশন নির্বাচন করে আপনার মনিটরের আকারের ওপর নির্ভর করে ডিসপ্লে ১০০ থেকে ৫০০ শতাংশ পর্যন্ত ছোট বড় করা যাবে। আপনার প্রয়োজনীয় আকার লিখে পাশের থাকা Check বাটন নির্বাচন করতে হবে। এরপর সাইন আউট নাও বাটনে ক্লিক করলেই স্ক্রিনের আকার পরিবর্তন হয়ে যাবে। নতুন পরিবর্তন পছন্দ না হলে আগের পদ্ধতি অনুসরণ করে Turn off custom scaling and sign out অপশনে ক্লিক করতে হবে।