বিপরীত শব্দ অংশ-১১
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রশ্ন ‘বিপরীত শব্দটি খাতায় লেখো’ নিয়ে আলোচনা করা হলো।
স
সবল দুর্বল
স্মৃতি বিস্মৃতি
সুকৃত দুষ্কৃত
সুলভ দুর্লভ
স্থির চঞ্চল
সুন্দর কুৎসিত
সৃষ্টি ধ্বংস
সমষ্টি ব্যষ্টি
সরস নীরস
সদয় নির্দয়
স্থাবর অস্থাবর
সাকার নিরাকার
সুশীল দুঃশীল
সঞ্চয় অপচয়
সংকীর্ণ প্রশস্ত
সংক্ষেপ বিস্তার
সংযত অসংযত
সংশ্লিষ্ট বিশ্লিষ্ট
সংহত বিভক্ত
সচ্ছল অসচ্ছল
সপ্রতিভ অপ্রতিভ
সবাক নির্বাক
সমাপিকা অসমাপিকা
সমার্থক ভিন্নার্থক
সম্মুখে পশ্চাতে
সরব নীরব
সরল কুটিল
সরু মোটা
সশস্ত্র নিরস্ত্র
সহিষ্ণু অসহিষ্ণু
সাক্ষর নিরক্ষর
সাফল্য ব্যর্থতা
সাহসী ভীরু
সিক্ত শুষ্ক
সুকৃতি দুষ্কৃতি
সুখী দুঃখী
সুগম দুর্গম
সুদর্শন কুদর্শন
সুপ্ত জাগ্রত
সুসম অসম
সুসহ দুঃসহ
সুস্থ দুস্থ
সৌভাগ্যবান ভাগ্যাহত
স্থলভাগ জলভাগ
স্থূল সূক্ষ্ম
স্বনামে বেনামে
স্বমত পরমত
স্বাধীন পরাধীন
স্বাভাবিক অস্বাভাবিক
হ
হুঁশ বেহুঁশ
হার জিত
হরণ পূরণ
হ্রাস বৃদ্ধি
হাসি কান্না
হালকা ভারী
হাল বেহাল
হর্ষ বিষাদ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা