ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘শুধু ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন নয়, এখন আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এ জন্য সব তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশে: আইসিটি শিল্পের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

আরও পড়ুন

দেশি সফটওয়্যার ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে

বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এবং বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক বক্তব্য দেন।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বেসিস সাতটি বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, যার মধ্যে মানবসম্পদের দক্ষতা উন্নয়ন অন্যতম। দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিআইটিএমকে (বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ সফল হলে গার্মেন্টস খাতের মতো তথ্যপ্রযুক্তি খাতেও দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ‘বেসিস কন্টাক্ট সেন্টার’-এর উদ্বোধন করা হয়। সংগঠনের সদস্যদের সেন্টারটির সঙ্গে দ্রুত যোগাযোগের সুযোগ দিতে ১৬৪৮৮ নম্বরের শর্ট কোডও চালু করা হয়েছে।