হি সা ব বি জ্ঞা ন
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
১৫। নিচের কোনটি মুলধন জাতীয় ব্যয়?
ক) খাদ্য ক্রয় খ) পানীয় ক্রয়
গ) মনিহারি ক্রয় ঘ) বই ক্রয়
উত্তর: ঘ) বই ক্রয়
১৬। কখন ব্যয় অতিরিক্ত আয় হবে?
ক) মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হলে
খ) মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হলে
গ) মোট মুনাফা জাতীয় আয় মোট আয়ের চেয়ে বেশি হলে
ঘ) মোট মুনাফা জাতীয় ব্যয় মোট মুনাফা জাতীয় আয়ের চেয়ে বেশি হলে
উত্তর: গ) মোট মুনাফা জাতীয় আয় মোট আয়ের চেয়ে বেশি হলে
১৭। বকেয়া খরচ হিসাবকালের কোন জাতীয় হিসাব?
ক) আয় ও দায় খ) খরচ ও দায়
গ) খরচ ও আয় ঘ) সম্পদ ও আয়
উত্তর: খ) খরচ ও দায়
১৮। বকেয়া/অনাদায়ি আয় সংশ্লিষ্ট হিসাবকালের কোন জাতীয় হিসাব?
ক) আয় ও সম্পদ খ) আয় ও দায় গ) সম্পদ ও খরচ ঘ) আয় ও খরচ
উত্তর: ক) আয় ও সম্পদ
১৯। অগ্রিম খরচ ও বকেয়া আয় প্রতিষ্ঠানের কোন জাতীয় হিসাব?
ক) দায় খ) আয় গ) সম্পদ ঘ) খরচ
উত্তর: গ) সম্পদ
২০। বকেয়া খরচ ও অনার্জিত/অগ্রিম আয় প্রতিষ্ঠানের কোন জাতীয় হিসাব?
ক) আয় খ) দায় গ) খরচ ঘ) সম্পদ
উত্তর: (খ) দায়
২১। অনুদান অব্যবসায়ী প্রতিষ্ঠানের—
ক) মূলধন জাতীয় ব্যয়
খ) মূলধন জাতীয় প্রাপ্তি গ) মুনাফা জাতীয় ব্যয়
ঘ) মুনাফা জাতীয় আয়
উত্তর: খ) মূলধন জাতীয় প্রাপ্তি
২২। স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসকে কী বলে?
ক) অবলোপন খ) নিঃশেষকরণ
গ) অবচয় ঘ) ক্ষতি
উত্তর: গ) অবচয়
২৩। জনতা ক্লাবের মোট প্রাপ্ত চাঁদা ৮০,০০০ টাকা। এর মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা ৪,০০০ টাকা এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ ২,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। চলতি বছরে চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত হবে?
ক) ৭৪,০০০ টাকা খ) ৭৬,০০০ টাকা
গ) ৭৮,০০০ টাকা ঘ) ৮২,০০০ টাকা
উত্তর: ক) ৭৪,০০০ টাকা
২৪। রজনী ক্লাবের বিগত বছরের বেতন ৫,০০০ টাকা। চলতি বছরে বেতন প্রদান ৪৫,০০০ টাকা। চলতি বছরের বকেয়া বেতন ২,০০০ টাকা। আয়-ব্যয় হিসাবে বেতন কত টাকা দেখাতে হবে?
ক) ৪২,০০০ টাকা খ) ৪৭,০০০ টাকা
গ) ৪৮,০০০ টাকা ঘ) ৫২,০০০ টাকা
উত্তর: ক) ৪২,০০০ টাকা
২৫। মোট প্রদত্ত মজুরি ৭০,০০০ টাকা। এর মধ্যে বিগত বছরের বকেয়া মজুরি ৬,০০০ টাকা, পরবর্তী বছরের মজুরি ২,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে এবং চলতি বছরের বকেয়া মজুরি ৩,০০০ টাকা। আয়-ব্যয় হিসাবে মজুরি বাবদ কত টাকা দেখানো হবে?
ক) ৬৫,০০০ টাকা খ) ৬৭,০০০ টাকা
গ) ৬৮,০০০ টাকা ঘ) ৬৯,০০০ টাকা।
উত্তর: ক) ৬৫,০০০ টাকা
২৬। শাপলা ক্লাবের কর ও অভিকর ৭,৫০০ টাকা ১৫ মাসের জন্য দেওয়া আছে। আয়-ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে?
ক) ৭,৫০০ টাকা খ) ৭,৩০০ টাকা
গ) ৭,২০০ টাকা ঘ) ৬,০০০ টাকা
উত্তর: ঘ) ৬,০০০ টাকা
২৭। প্রাপ্তি প্রদান হিসাবে কর ও অভিকর দেওয়া আছে ১২,০০০ টাকা। যাহা প্রতিবছর ১ এপ্রিল বার্ষিক ভিত্তিতে পরিশোধ করা হয়। আয়-ব্যয় হিসাবে খরচের পরিমাণ কত হবে?
ক) ১৫,০০০ টাকা খ) ১২,০০০ টাকা
গ) ১০,০০০ টাকা ঘ) ৯,০০০ টাকা
উত্তর: খ) ১২,০০০ টাকা
২৮। স্পোটর্স ক্লাবের ১১ মাসের বেতন বাবদ ৪৪,০০০ টাকা প্রদান করা হয়েছে। বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো।
ক) ২,০০০ টাকা খ) ৩,০০০ টাকা
গ) ৪,০০০ টাকা (ঘ) ৬,০০০ টাকা
উত্তর: গ) ৪,০০০ টাকা
২৯। ভর্তি ফি ২০,০০০ টাকা। এর ২৫% মুনাফা জাতীয় আয় হিসাবে দেখানো হলে মুলধন তহবিলের সঙ্গে কত সমন্বয় করতে হবে?
ক) ২০,০০০ টাকা খ) ১৫,০০০ টাকা
গ) ১০,০০০ টাকা ঘ) ৫,০০০ টাকা
উত্তর: খ) ১৫,০০০ টাকা
৩০। অনুদান প্রাপ্তি ৪০,০০০ টাকা। ৬০% মূলধন জাতীয় আয় হিসাবে গণ্য করা হলে আয়-ব্যয় হিসাবে কত দেখাতে হবে?
ক) ১৬,০০০ টাকা খ) ২০,০০০ টাকা
গ) ২৪,০০০ টাকা ঘ) ৪০,০০০ টাকা
উত্তর: ক) ১৬,০০০ টাকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা