হোয়াটসঅ্যাপ কিনে নিল ফেসবুক

.
.

মোবাইল ফোন থেকে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা (মেসেঞ্জার) হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছে ফেসবুক। বিশ্বের অন্যতম জনপ্রিয় এ সামাজিক যোগাযোগের সাইটটি ১৯০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে বলে জানা গেছে। ছবি তোলার জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম কেনার পর হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের ফলে ফেসবুকের বার্তা আদান-প্রদানের বিষয়টি আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ফেসবুকের মোবাইল বার্তা আদান-প্রদানের বিষয়টি জনপ্রিয় করে তুলতেই হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছে ফেসবুক।
অধিগ্রহণের এ বিষয়টি নিজেদের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি জানান, ‘আমরা হোয়াটসঅ্যাপ কিনে নিতে পেরেছি এবং এর ফলে হোয়াটসঅ্যাপের সব কর্মী ফেসবুকে কাজ করবেন। হোয়াটসঅ্যাপ সহজ, দ্রুতগতির ও নির্ভরযোগ্য সেবা হিসেবে ইতিমধ্যে ৪৫ কোটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে। ১০ লাখ করে ব্যবহারকারী বাড়ছে প্রতিদিন। আশা করা যায়, শিগগিরই ১০০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপ।’ বিশ্বকে আরও উন্মুক্ত করে ও সহজ যোগাযোগব্যবস্থা তৈরি করতে ফেসবুকের এমন উদ্যোগ—জানান তিনি।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৫ কোটি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিনা খরচে বার্তা আদান-প্রদান করতে পারেন। চুক্তি অনুযায়ী, হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জান কউম ফেসবুক পরিচালনা পরিষদে যুক্ত হবেন এবং নগদ ও শেয়ারের হিসাবে হোয়াটসঅ্যাপের অর্থ পাবেন। ফেসবুকের মধ্য থেকে আলাদাভাবে কাজ করে যাবে হোয়াটসঅ্যাপ। আর ব্যবহারকারীদের জন্য দারুণ সব সেবাসুবিধা আসছে বলেও জানা গেছে।
—রয়টার্স ও বিবিসি অবলম্বনে কাজী আলম