১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে। তারপর উত্তরের সঙ্গে তা মিলিয়ে নেবে।

৫৮।আমি আমার বিষদাতাকে চিনি’— হযরত ইমাম হাসান (রা.) কীভাবে তাঁর বিষদাতাকে চেনেন?

ক. বিষপানের পরপরই জেনেছেন

খ. অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে

গ. নিয়তি ও বিচক্ষণতার মাধ্যমে

ঘ. কবচের মাধ্যমে।

সঠিক উত্তর: গ. নিয়তি ও বিচক্ষণতার মাধ্যমে।

# উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মীনার বাবা দরিদ্র কৃষক। মীনা স্কুলে যেতে চাইলে ওর বাবা বলে ‘থাউক, মাইয়্যা মানুষের অত ইশকুলে যাওন দরকার নাই। ও ঘরে থাউক বরং রাজু ইশকুলে যাউক।’

৫৯। উদ্দীপকের সঙ্গেজাগো গো ভগিনী প্রবন্ধের ভাবগত ঐক্য রয়েছে

i. নারীশিক্ষা সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে

ii. শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে

iii. নারীর পর্দাপ্রথা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে

নিচের কোনটি সঠিক?

ক. iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ও iii

সঠিক উত্তর: গ. i ও ii

৬০। বেগম রোকেয়ার কোন উক্তিতে ওই ঐক্যের দিকটি ফুটে উঠেছে?

ক. আমাদের স্বাধীন, ওজস্বিতা বলিয়া কোনো বস্তু নাই

খ. নারীর অন্তর, বাহির, হূদয় সবই দাসী হইয়া পড়িয়াছে গ. অধিকাংশ লোক শিক্ষাকে কেবল চাকরি লাভের পথ মনে করে

ঘ. আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী

সঠিক উত্তর: গ. অধিকাংশ লোক শিক্ষাকে কেবল চাকরি লাভের পথ মনে করে।

# উদ্দীপকটি পড়ে ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শম্ভুচরণ চক্রবর্তী বাংলার শিক্ষক। কথায় কথায় সংস্কৃত শোক আওড়াতে পছন্দ করেন। সেদিন শ্রেণীকক্ষে ছাত্রদের বলেছেন ‘দীর্ঘ প্রতীক্ষার পর বিভাবরীর অবসান হলো। এবার ভানুর প্রতাপ প্রজ্বলিত হবে।’

৬১। শম্ভুচরণ চক্রবর্তীর উক্তিতেরচনার শিল্পগুণ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?

ক. লোকিক শব্দ ব্যবহার

খ. অপ্রচলিত শব্দ ব্যবহার

গ. আড়ম্বরপূর্ণ শব্দ ব্যবহার

ঘ. জটিল বাক্য ব্যবহার

সঠিক উত্তর: গ. আড়ম্বরপূর্ণ শব্দ ব্যবহার।

৬২। ওই দিকটি রচনার যে শিল্পগুণকে নষ্ট করে তা হলো

i. অর্থব্যক্তি ii. প্রাঞ্জলতা iii. সহজবোধ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. iii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ও iii

সঠিক উত্তর: গ. ii ও iii

৬৩।পল্লীবর্ষা কবিতায় কে স্বপ্ন বুনছে?

ক. হিজল ফুল খ. কেয়াবন

গ. কদম ফুল ঘ. জলধারা

সঠিক উত্তর: ঘ. জলধারা।

৬৪।বই পড়া প্রবন্ধের মূল উপজীব্য কী?

ক. দেশের ভুল শিক্ষাপদ্ধতি ব্যাখ্যা করা

খ. সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ

গ. জনগণকে বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা

ঘ. ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তোলা

সঠিক উত্তর: খ. সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ।

৬৫। বৃক্ষের সংগ্রাম ঘোষণা কিসের জন্য?

ক. পৃথিবীকে বন্ধ্যাত্ব থেকে মুক্তি দিতে

খ. পৃথিবীকে সুন্দর করে সাজাতে

গ. ঊর্ধ্বশীর্ষে আলোকের বন্দনা করতে

ঘ. পৃথিবীতে ঋতুবৈচিত্র্য আনয়ন করতে

সঠিক উত্তর: ক. পৃথিবীকে বন্ধ্যাত্ব থেকে মুক্তি দিতে।

৬৬।সাফামারওয়া কী?

ক. দুটি যুদ্ধক্ষেত্র খ. দুটি ছোট পাহাড়

গ. দুটি সন্ধিক্ষেত্র ঘ. দুটি সীমান্ত এলাকা

সঠিক উত্তর: খ. দুটি ছোট পাহাড়।

৬৭।কপোতাক্ষ নদ সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি?

ক. ক খ ক ঘ / ক খ খ ক

খ. ক খ খ গ / ক খ খ গ

গ. ক খ খ খ / ক খ ক খ

ঘ. ক খ ক খ / ক খ খ গ

সঠিক উত্তর: ক. ক খ ক ঘ / ক খ খ ক।

৬৮। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের গ্রামের নাম কী?

. বুড়িঘাট         . বেগমগঞ্জ

গ. সালামতপুর ঘ. বাঘচাপটা

সঠিক উত্তর: ঘ. বাঘচাপটা।

৬৯। কবি শামসুর রাহমান কোন চরণের মাধ্যমে স্বাধীনতাকে প্রতিরক্ষার প্রতীকে কল্পনা করেছেন?

ক. কালবৈশাখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা

খ. পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল

গ. অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক ঘ. বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার

সঠিক উত্তর: গ. অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।

৭০।ঝর্ণা কিসের অলংকারে শোভিত?

ক. পাহাড়ি ফুল খ. পাহাড়ি তরুলতা

গ. পাহাড়ি তৃণলতা ঘ. পাহাড়ি গাছ

সঠিক উত্তর: ক. পাহাড়ি ফুল।

৭১।তিতাস এবংকপোতাক্ষ নদের মধ্যে বৈসাদৃশ্যগত দিক হলো

i. ভাবগত ii. আঙ্গিকগত iii. চেতনাগত

নিজের কোনটি সঠিক?

ক. iii খ. i ও iii গ. ii ঘ. i, ও iii

সঠিক উত্তর: গ. ii

৭২। গো-ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত’—কার?

ক. শিবচরণ বাবুর খ. তর্করত্নের

গ. বংশীর ঘ. মানিক ঘোষের

সঠিক উত্তর: ঘ. মানিক ঘোষের।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল