২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১১৮। যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে তারা—
ক. ভিন্নার্থক শব্দ খ. সংক্ষেপণ
গ. সমার্থক শব্দ ঘ. মাধুর্যময় শব্দ
সঠিক উত্তর: গ. সমার্থক শব্দ।
১১৯। ‘অন্ন’ শব্দের অর্থ কী?
খ. পল খ. ভাত গ. অপর ঘ. নবান্ন
সঠিক উত্তর: খ. ভাত
১২০। ‘জিলাপির প্যাঁচ’ বাগধারাটির অর্থ কী?
ক. জটিল খ. কুটিল
গ. কলহপ্রিয় ঘ. প্যাঁচানো
সঠিক উত্তর: খ. কুটিল

১২১। নিচের কোন বাগধারটির অর্থ ‘শত্রুতা’?
ক. আদায় কাঁচকলায় খ. আট কপালে
গ. অকূল পাথার ঘ. আক্কেল সেলামি
সঠিক উত্তর: ক. আদায় কাঁচকলায়
১২২ । ‘জগদ্দল পাথর’ বাগধারাটির অর্থ—
ক. বিশৃঙ্খল খ. সুচতুর ব্যক্তি
গ. গুরুভার ঘ. নির্মম
সঠিক উত্তর: গ. গুরুভার
১২৩। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
ক. অর্থের অহংকার খ. অর্থের অভাব
গ. অর্থের কুপ্রভাব ঘ. অর্থের প্রাচুর্য
সঠিক উত্তর: গ. অর্থের কুপ্রভাব
১২৪। ‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
ক. পটল তোলা খ. রাবণের চিতা
গ. তামার বিষ ঘ. ভরাডুরি
সঠিক উত্তর: খ. রাবণের চিতা
১২৫। কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশক?
ক. আম-দুধে মেশা খ. আদায় কাঁচকলায়
গ. সোনায় সোহাগা ঘ. মণিকাঞ্চন যোগ
সঠিক উত্তর: খ. আদায় কাঁচকলায়
১২৬। ‘আকাশ কুসুম’ কথাটির অর্থ কী?
ক. ভয়াবহ সন্ধ্যা খ. একমাত্র অবলম্বন
গ. অসম্ভব কল্পনা ঘ. বিপদ পড়া
সঠিক উত্তর: গ. অসম্ভব কল্পনা
১২৭। ‘গোঁফখেজুরে’ কোন অর্থে ব্যবহূত হয়?
ক. তামার বিষ খ. তুলসী বনের বাঘ
গ. অলস ঘ. ডাকাবুকা
সঠিক উত্তর: গ. অলস
১২৮। ‘শাঁখের করাত’ অর্থ কী?
ক. অন্ধ অনুকরণ খ. রোগ বিশেষ
গ. উভয় সংকট ঘ. অনুকরণপ্রিয়তা
সঠিক উত্তর: গ. উভয় সংকট
১২৯। ‘মুহূর্তে অভিমান ভোলা’-এ অর্থে কোন বাগধারাটি ব্যবহূত হয়?
ক. বিড়াল তপস্বী খ. বিড়ালের আড়াই পাক
গ. ভুঁইফোঁড় ঘ. ভেজা বিড়াল
সঠিক উত্তর: খ. বিড়ালের আড়াই পাক
১৩০। নিচের কোন বাগধারটি ‘পার্থক্য’ অর্থ বোঝায়?
ক. আকাশ কুসুম খ. আকাশ পাতাল
গ. ইতর বিশেষ ঘ. রুই-কাতলা
সঠিক উত্তর: গ. ইতর বিশেষ
১৩১। ‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী?
ক. দুঃসময়ের বন্ধু খ. কাশফুলের শিশির
গ. সচেতন হওয়া ঘ. ক্ষণস্থায়ী
সঠিক উত্তর: ঘ. ক্ষণস্থায়ী
১৩২। ‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ কী?
ক. উপহার দেওয়া
খ. কাউকে চোখ দান করা
গ. জ্ঞানদান করা ঘ. চুরি করা
সঠিক উত্তর: ঘ. চুরি করা
১৩৩। কোন বাগধারাটির অর্থ মরা?
ক. কান পাতলা খ. অক্কা পাওয়া
গ. কেতাদুরস্ত ঘ. কেউকেটা
সঠিক উত্তর: খ. অক্কা পাওয়া
১৩৪। ‘বিধির বিড়ম্বনা’-এর বাগধারা কী?
ক. আটকপালিয়া খ. অলক্ষ্মীর দশা
গ. অদৃষ্টের পরিহাস ঘ. অগ্নিপরীক্ষা
সঠিক উত্তর: গ. অদৃষ্টের পরিহাস
১৩৫। ‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারা কোনটি ?
ক. অরণ্যে রোদন খ. আকাশ কুসুম
গ. একাদশে বৃহস্পতি ঘ. অমাবস্যার চাঁদ
সঠিক উত্তর: ঘ. অমাবস্যার চাঁদ
১৩৬। নিচের কোন দুটি সমার্থক শব্দ?
ক. অহিনকুল — দাকুমড়া
খ. তাসের ঘর — তামার বিষ
গ. আকাশ পাতাল — আকাশ কুসুম
ঘ. অগ্নিশর্মা — অগ্নিপরীক্ষা
সঠিক উত্তর: ক. অহিনকুল — দাকুমড়া
১৩৭।‘আক্কেল সেলামি’ বাগধারাটিতে কী বোঝায়?
ক. বড়দের সম্মান করা খ. জরিমানা
গ. ট্রেন ভাড়া ঘ. বড়দের সম্মান না করা
সঠিক উত্তর: খ. জরিমানা
১৩৮। ‘আটকপালে’ বাগধারাটির অর্থ কী?
ক. হতভাগ্য খ. অদৃষ্টের পরিহাস
গ. অগ্নিপরীক্ষা ঘ. অলক্ষ্মীর দশা
সঠিক উত্তর: ক. হতভাগ্য
১৩৯। ‘নিতান্ত মন্দভাগ্য’ বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি?
ক. ছাপোষা খ. ইঁদুর কপালে
গ. ব্যাঙের আধুলি ঘ. আটকপালে
সঠিক উত্তর: খ. ইঁদুর কপালে।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল